গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: করোনাকালে বন্ধ স্কুল। অনলাইন শিক্ষা থেকেও বঞ্চিত বহু পড়ুয়া। এই পরিস্থিতিতে সন্তানের পড়াশুনোর দায়িত্ব নিন মায়েরা। সন্তানদের পাশে রেখে রবিবার বীরভূমের নগরী অঞ্চলের তিনটি গ্রামের মায়েদের একথাই বোঝাল লিভার ফাউন্ডেশন।


আচমকা হাসি-কান্নার মানে থেকে অস্ফুটে বলা প্রথম কথা! সন্তানকে মায়ের চেয়ে বেশি কেই বা বোঝে? মা’ই যে সন্তানের প্রথম শিক্ষক, তা নিয়ে দ্বিমত থাকতে পারে না! কিন্তু, একটু বড় হলেই সন্তানকে পড়ানোর ভার দেওয়া হয় শিক্ষকদের ওপর! করোনাকালে তো বন্ধ স্কুল। বন্ধ পঠনপাঠন। নড়বড়ে হচ্ছে ভিত! এই প্রেক্ষিতে এবার মায়েদের পুরোনো ভূমিকা মনে করালেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী! সৌজন্যে লিভার ফাউন্ডেশন। সংসারের আর পাঁচটা কাজের সঙ্গে সন্তানকে পড়ানোর ভার নিন মা’ই। একথা বোঝাতে, এবার গ্রামে গ্রামে প্রচার শুরু করল লিভার ফাউন্ডেশন। সন্তানদের পাশে রেখে রবিবার বীরভূমের নগরী অঞ্চলের তিনটি গ্রামের মায়েদের বোঝানো হল বাড়িতে পড়ানোর গুরুত্বের কথা।


চিকিৎসক অভিজিৎ চৌধুরীর কথায়, পঠনপঠন বন্ধ, তাই ছেলেমেয়েকে পড়াতে হবে, মা দের বোঝানো হচ্ছে ছেলেমেয়েকে পড়াতে হবে। করোনাকালে স্কুলে যাচ্ছে না এরা। করোনা বিপন্ন সময়ে লিভার ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। বীরভূমের বাসিন্দা বলেন “ডাক্তারবাবু বোঝালেন, আমরা চেষ্টা করব। বাড়িতে তো এরা পড়ছে না।’’


আরও পড়ুন: Kolkata : এনআরএস মেডিক্যাল কলেজে শিশু-ভর্তি নিয়ে 'হয়রানি', শেষমেশ ১৪ ঘণ্টা পর হল সুরাহা


গত মাসে জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের গোয়ালমুড়িতে গ্রামবসীদের বিনামূল্যে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় লিভার ফাউন্ডেশন ও রাজ্য সরকার।  প্রতিদিন ২০০ জন গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গ্রামে ভ্যাকসিনের ক্যাম্প হওয়ায় খুশি হন বাসিন্দারা। শুধু তাই নয়, তার আগে শিয়ালদা দক্ষিণ শাখার হকারদের বিনামূল্যে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেয় লিভার ফাউন্ডেশন। সোনারপুরে সংস্থার হাসপাতাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেসটিভ সায়েন্সেসে প্রতিদিন ১০০ জন হকারকে দেওয়া হয় ভ্যাকসিন। 


আরও পড়ুন: Jhargram: পণের দাবি নির্যাতন, বিয়ের ৪ মাসের মধ্যেই আত্মহত্যা গৃহবধূর