ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রানিগঞ্জ (ranigunj) মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে চিনপাই পেট্রোল পাম্পের কাছে কয়লা (coal) বোঝাই একটি লরি (lorry) আটক (detain) করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বীরভূম (birbhum) জেলার সদাইপুর থানার আধিকারিকরা। গাড়িটিতে সাড়ে ১৭টন কয়লা ছিল বলে খবর।


কী জানা গেল?
আটক লরিতে যে পরিমাণ কয়লা ছিল, তার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, কয়লাবোঝাই গাড়িটি দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। তখনই সেটিকে ধাওয়া করে আটক করে পুলিশ। শেখ ছোটন ওরফে লাদেন নামে ঐ গাড়ির চালককে গ্রেফতার করা হয়। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবরেই বেআইনি কয়লা পাচারচক্রের পর্দাফাঁস ঘিরে হইচই পড়ে যায়।


কী হয়েছিল অক্টোবর?
সে বার গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন পাচারকারীকে। নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার একের পর এক ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে! তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। কিন্তু, তারপরও কি পাচার বন্ধ হয়েছে? অক্টোবরের ঘটনায় ফের প্রশ্ন ওঠে অনুব্রত মণ্ডলের খাসতালুকের এই ছবি দেখে। বীরভূমে ফের কয়লা পাচার অভিযোগে শুরু হয় শোরগোল! বাইকের ওপর বস্তার পাহাড়। এক একটি বাইকে প্রায় কয়েকশো কেজি কয়লা! পুলিশের নজর এড়াতে এভাবেই বাইকে হাজার হাজার কেজি কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার সন্ধেয় জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয়েছে ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়েছে। গ্রেফতার ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা।  কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ।


আরও পড়ুন:BF.7 ভ্যারিয়েন্টে কি চিনের মতো অবস্থা হতে পারে ভারতের ? যা বলছেন প্রসিদ্ধ বিজ্ঞানী...