নান্টু পাল, বীরভূম: করোনা দাপট বেড়েছে জেলায় জেলায়। এই আবহে পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হল রামপুরহাটে বুংকেশ্বরী মেলা। যদিও আগাম কোনও খবর না থাকায় সকাল থেকে বিভিন্ন দোকানপাট বসে পড়ে। তবে পুলিশ প্রশাসন সেই খবর পেয়ে মেলার দোকানপাট সব বন্ধ করে দেয়। 


রামপুরহাট থানার অন্তর্গত বুংকেশ্বরী তলায় লৌকিক দেবীর অধিষ্ঠান ১ মাঘ অর্থাৎ আজকের দিনেই মা  বুংকেশ্বরী দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে মেলা বসে ওই এলাকায়। মেলায় হাজার হাজার মানুষের সমাগম হয়। বিশাল এলাকা জুড়ে এই মেলা হয়। যদিও এটি একদিনের মেলা। কোভিডের জন্য এ বছর সেই মেলা বন্ধ করে দিল প্রশাসন।


সকাল থেকে এলাকায় অনেক দোকানদার বসে পরে, মেলা চালু করার জন্য প্রস্তুতি নিয়েও ফেলে দোকানদারা। কিন্তু শেষমেশ তাঁদের সব দোকান বন্ধ করে চলে যেতে হয়। দোকানদাররা বলেন,  প্রতি বছরের মত আমরা এবার ভুল করে চলে এসেছি। আজ সকালে প্রশাসন এসে জানায় যে মেলা বন্ধ হবে আমরা মেলার জন্য খাবারের অনেক জিনিস পত্র বানিয়ে ফেলেছি। যদি বিকেল পর্যন্ত প্রশাসন মেলা চালুর নির্দেশ দিত তাহলে আমাদের খুব উপকার হত।                      


আরও পড়ুন, আক্রান্তের সংখ্যা কমলেও করোনায় মৃত্যু বাড়ল রেকর্ড সংখ্যায়, রাজ্যে বাড়ছে উদ্বেগ


মেলা কমিটির সদ্যস্য বলেন প্রতি বছরের মতো এবারও আমরা মেলা আয়োজন করেছিলাম। যেহেতু প্রশাসনের তরফ থেকে কোন সহযোগিতা পাইনি তার জন্য মেলাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু অনেক দোকানদার আগেই চলে এসেছে। তাঁরা দোকানপত্র খুলে বসেও পরে। যদিও আমরা গিয়ে বন্ধ করে দিয়েছি।             


এদিকে, আজই রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকায় জানান হয়, গঙ্গাসাগরের পর এবার রাজ্যে অন্য মেলাতেও ‘ছাড়’ রয়েছে। সঠিক করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা।