বগটুই : রামপুরহাটের (Rampurhat) বগটুই হত্যাকাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য এবং যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কোটা থেকে সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, "নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে। নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ও যাঁদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত, তাঁদের ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। জীবনের বিনিময়ে কিছু হয় না, টাকা-চাকরি কখনও বিকল্প হয় না। তবু সংসার চালাতে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। প্রথম এক বছর তাঁরা ১০ হাজার টাকা করে পাবে। তার পরের বছর স্থায়ী হয়ে যাবে। এমনি করে পার্মানেন্ট চাকরি পাওয়া যায় না। কিন্তু, আমি আমার নিজের কোটা থেকে দেব। এলাকায় করে দেব। কাছাকাছি, পাশাপাশি করে দেব। ১০টা বায়োডাটা জোগাড় করে এখনই ডিজির হাতে দিয়ে দেবেন।"
বগটুইয়ের ঘটনায় আজ চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। ভাদু খুন হওয়ার পর ১০টি বাড়িতে আগুন। আমরা আজ আধুনিক যুগে যাচ্ছি, সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে। খুন হওয়ার পরেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসডিপিও, ডিআইবি দায়িত্ব পালন করেননি। যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি চাই। আমি কিন্তু কোনও কথা শুনতে চাই না। যেখানেই পালাক গ্রেফতার করতে হবে। আনারুলকে হয় আত্মসমর্পণ করতে হবে, নয়তো গ্রেফতার করতে হবে।"