প্রকাশ সিনহা, বগটুই : রবিবার, রামপুরহাটকাণ্ডে পেট্রোল ও বোমা নিয়ে আসার অভিযোগে, ২টি টোটো থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম। নজরে আরও একটি টোটো। রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হল আনারুল হোসেন-সহ ধৃত ১৫জনকে । CBI সূত্রে খবর, মূলত টোটো ও মোটরবাইকে করে পেট্রোল ও বোমা আনা হয়েছিল কি না, সেই সম্পর্কে জানতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। 


প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই
রামপুরহাটকাণ্ডে (Rampurhat) গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই (CBI)। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে বগটুই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেদিন রাতে কী ঘটেছিল? কারা ছিল হামলাকারী, এ সব নিয়ে কয়েকজন গ্রামবাসীর গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


এরইমধ্যে সোনা শেখের বাড়ি থেকে যে ৭টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল, তার ডিএনএ নমুনা দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠিয়েছে সিবিআই।    


গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি তাজা বোমা উদ্ধার
অন্যদিকে, রবিবার রামপুরহাটের বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি তাজা বোমা উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা ছিল বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও। মাটি খুঁড়ে বালতির মধ্যে থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাভর্তি বালতি কাঠের পাটাতন দিয়ে ঢেকে তার ওপর মাটি চাপা দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।  বিপুল সংখ্যক বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলি উঠছে, তা হল কারা মজুত করেছিল বোমাগুলি? পলাশ শেখ না কি অন্য কেউ? ভাদু শেখকে খুন করা ছাড়াও, এলাকায় আরও বড় অশান্তি তৈরির জন্য কি বোমা মজুত করা হয়েছিল?