আবির দত্ত, সন্দীপ সরকার : রামপুরহাটের বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়ি।


আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবার
আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও এখনও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই ঘটনায় ধৃত ১১ জনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।


গ্রামে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় আটজনের
মঙ্গলবারই, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতেতে জনশূন্য গ্রামে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় আটজনের। রামপুরহাট হাসপাতালে চিকিত্সা চলছে আহত কয়েক জনের। এরই মধ্যে এদিন হাসপাতাল থেকে এক আহত কিশোরের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, রাতে হাসপাতাল থেকে ৬ কিলোমিটার দূরে খোঁজ মেলে ওই কিশোরের।  ফের ভর্তি করা হয় হাসপাতালে। 



রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ এসে পড়ে বিধানসভাতেও। প্রশ্নোত্তরপর্ব শেষ হওয়ার পর, মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। বকটুই গ্রামে হত্যালীলা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। রামপুরহাটের ঘটনায় NIA ও CBI’কে দিয়ে তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। 
বিমান বসু ও মহম্মদ সেলিমের নেতৃত্বে আজ বকটুই যাচ্ছে বাম প্রতিনিধিদলও।