পার্থপ্রতিম ঘোষ, রামপুরহাট: বগটুই অগ্নিকাণ্ডে বিস্ফোরক দাবি ধৃত টোটোচালকের (Totodriver)। ‘পেট্রোল (Petrol) আনতে পাঠিয়েছিল লালন শেখের ভাগ্নে ডলার’, এমনটাই বিস্ফোরক দাবি ধৃত টোটোচালক রিটন শেখের। ঘটনার পর থেকেই পলাতক লালনের ভাগ্নে ডলার।
প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডে দমকল আধিকারিক ও একাধিক কর্মীকে সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ চলছে। রামপুরহাটে (Rampurhat) সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আধিকারিকরা। সিবিআই অফিসারদের কাছে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে নিহতদের পরিবার। বিস্তারিত তথ্য জানতে দমকল আধিকারিক-কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত টোটোচালক রিটন শেখের ২৯ তারিখ পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে আদালতের তরফে। ধৃত টোটোচালককে জেল হেফাজতের নির্দেশ রামপুরহাট আদালতের।
আরও পড়ুন, রিলে অনশনে এসএসসি চাকরিপ্রার্থীরা, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, অসুস্থ ৩
এর আগে বগটুই হত্যাকাণ্ডে রিটন শেখ (Riton Sheikh) নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পেশায় টোটোচালক রিটন ঘটনার রাতে মনসুবা মোড়ের পেট্রোল পাম্প (Petrol Pump) থেকে পেট্রোল নিয়ে বগটুই গিয়েছিলেন।
কী অভিযোগ?
ঘটনার রাতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে রিটনকে দেখা গেছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছিল তাঁর নাম। এই নিয়ে বগটুই হত্যাকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করা হল। এর আগে মুম্বই থেকে ৪ জন ও অন্যতম অভিযুক্ত লালন শেখের শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।