এরসাদ আলম, সিউড়ি: সিউড়ি পুরসভার (Suri Municipality) ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির (Bombing) ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃত শেখ আকবর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার কথা স্বীকার করেছে ধৃত। যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। 


শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার (Suri Municipality) উপ পুরপ্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত পৌনে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায়। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৩টি বাইকে চেপে ৬ জন দুষ্কৃতী আসে। তাঁরা তৃণমূল নেতা ও সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। প্রায় ১৫-২০টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। 


আরও পড়ুন: North 24 Pargana News : দোলের দিন দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ করতে গিয়ে ক্লাব সদস্যদের মধ্যেই গন্ডগোল !


উল্লেখ্য, তিলজলা গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ মিলেছে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 


আক্রান্তদের পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল জীবোধ ও তার চার ভাই। পাশাপাশি, প্রোমোটিং ব্যবসাতেও যুক্ত ছিল। অভিযোগ, প্রোমোটিং বিনিয়োগ করা সত্ত্বেও আক্রান্তদের লাভের অংশ দিতে চায়নি জীবোধ। এ নিয়ে থানার দ্বারস্থ হয় আক্রান্তদের পরিবার। তার জেরেই হামলা বলে অনুমান। এদিন পুলিশ এলাকায় গেলে অভিযুক্তরা ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। এলাকায় র‍্যাফ নামানো হয়েছে।