মনোজ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও রুম পাল, সিউড়ি : বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হারিয়ে গেছে বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূলও। এদিন খাদান-দুর্নীতি নিয়েও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। 


গ্রাম বাংলার ভোটের আগে ক্রমশ তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক মাটি। এই আবহে শনিবার রাজ্য়ের দুই প্রান্তে সভা করলেন দুই হেভিওয়েট।কোচবিহারে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বীরভূমে শুভেন্দু অধিকারী। আক্রমণর ঝাঁঝে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়।


শুভেন্দুর নিশানায় অনুব্রত-


বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন গরু পাচার মামলায় জেলে। শনিবার তাঁর জেলায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, কে যেন বলত না চড়াম চড়াম ঢাকের আওয়াজ। গুড় বাতাসা দেব বুথে এলে। উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি আজ কোথায় ? হারিয়ে গেছে। অপেক্ষা করুন। লটকে আছে মাঝে, তিহাড়ে গেলে বেলের মোরব্বা, অষ্টমীর দিন লুচি ডাল, দশমীর দিন কচি পাঁঠার ঝোল, সব বেরিয়ে যাবে। শুধু তিহাড় অবধি যেতে দেন।


পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, "তার আগে মাননীয় শুভেন্দু অধিকারীকে বলব, লোডশেডিংয়ে জেতা শুভেন্দুবাবু আপনি একবার সিবিআইকে বলুন না যে তদন্তটা শুরু হোক। সারা ভারতের মানুষ দেখেছেন, কাগজ মুড়ে টাকাটা আপনি নিচ্ছিলেন। সিবিআইয়ের এফআইআরে নামটা আপনার বিরুদ্ধে আছে। সিবিআই তদন্ত করলে আজ আপনার জায়গা তিহাড় জেলেই হবে।"


শুধু অনুব্রত নয়, খাদান-দুর্নীতি নিয়েও শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, "পঞ্চায়েতের টাকা চোর, পাথরখাদানের টাকা চোর, বালিখাদানের টাকা চোর, এখানে কোনও নদীর অস্তিত্ব নাই। পুলিশ আর এক শ্রেণির কালোয়ারদের নিয়ে টাকা তুলছে... পুলিশ পাহারা দিয়ে কালীঘাটে পৌঁছে দেবে। আগে কেষ্টর ঘরে বোলপুরে যেত, এখন ভাইপোর ঘরে যাবে।"


এরও পাল্টা জবাব দেয় তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "আসলে যারা যেরকম করে, তারা সেরকম ভাবে। আমরা এর আগে নির্বাচনের সময় দেখেছি নরেন্দ্র মোদির হেলিকপ্টার থেকে কালো কালো ট্রাঙ্ক নেমেছিল। সেই ট্রাঙ্কে কী ছিল তা দেশের মানুষ আজও জানতে পারেনি। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এখানে কোটি কোটি নিয়ে এসে কীভাবে খরচা করেছে।"

রাজ্য়ে সাড়া ফেলে দেওয়া বগটুই হত্য়াকাণ্ডের এক বছর পূর্ণ হবে ২১ মার্চ। সেদিন বগটুইয়ে সভা করবেন বলেও এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী


আরও পড়ুন ; 'আবাস যোজনা, পিসিমণির যোজনা', অনুব্রত গড়ে নিশানা শুভেন্দুর