ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বুধবার ভ্যালেন্টাইনস ডে। অনেকেই ইদানিং শখ করে বিয়ে করার জন্য এই দিনটি বেছে নেন। তারা মা-কে সাক্ষী রেখে যাঁরা বিয়ে করতে চান,তাঁদের জন্য বড় খবর ! তারাপীঠে বিয়ে করতে চাইলে এবার শাঁখা, পলা, সিঁদুর কৌটো নিয়ে হাজির হলে হবে না। মন্দির কমিটির নিয়ম মানতে হবে। বৈধ কাগজ দেখাতে পারলে এবং অনুমতি পেলে তবেই বিয়ে হবে।
কী কী নিয়ম মানতে হবে ?
- প্রথমেই দেখা হবে দুজনের পরিচয়পত্র।
- যদি সঙ্গে পরিবারের লোকজন না থাকে তাহলে খবর দেওয়া হয় দু’ পক্ষের পরিবারকে। পুরো বিষয়টি নিশ্চিত হলে তবেই অনুমতি দেওয়া হবে বিয়ের।
- নাবালক বা নাবালিকা হলে কোন ভাবেই অনুমতি দেওয়া হবে না। কারণ এটিআইনত দণ্ডনীয় অপরাধ।
- কোনও অসঙ্গতি দেখলে মন্দির কমিটি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাবে। যেতে হবে শ্রীঘরে।
অভিযোগ, তারাপীঠের অনেক হোটেলে প্রাপ্তবয়স্ক হলেও প্রেমিক প্রেমিকাদের রুম দেওয়া হয় না। তার জন্য অনেকে মন্দিরে ভুয়ো বিয়ে করে ছবি তুলে রুম নিয়ে থাকে। তাই মন্দির কমিটি সব দিক থেকে নিশ্চিত হতে চাইছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,মন্দিরের মূল গর্ভগৃহে বিবাহ দেওয়া হয় না। ২-১ বছর ধরে এই নিয়মাবলী চালু করা হয়েছে। একই ভাবে তারাপীঠ মন্দিরের ভিতরে বিয়ে হয় না। মন্দিরের বাইরে থাকা ছোট মন্দির, যেমন ষষ্ঠীমন্দির,শিব মন্দিরে বিয়ে হয়। এখন থেকে এই বিষয় গুলিতে কড়া নজরদারি চালানো হবে। রয়েছে সিসিটিভি।
এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, 'তারাপীঠ একটা ধর্মীয় স্থান। হাজার হাজার মানুষ আসেন প্রতিদিন। যারা বিয়ে করতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য নিয়ম চালু করা হয়েছে। তাদের আধার, ভোটার আই কার্ড দেখে নেওয়া হয়। । তার পরে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়। সেই ভাবে অনেকে এই ভাবে বিবাহ করেন। অনেকে আমাদের না জানিয়ে আসে এবং বিয়ে করে বাইরের মন্দিরে। সেটা সমস্যা হয়। এই সব নজর রাখার জন্য নিরাপত্তারক্ষীরা আছে।'
আরও পড়ুন :
হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন