বীরভূম: ইমেল করে জেলা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। এবার, বিশ্বভারতীর পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সূত্রের খবর আচার্য নরেন্দ্র মোদির কাছে নিজের নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছেন উপাচার্য। নিজের বাসভবনে তিনি বন্দি এবং ঢুকতে বেরোতে পারছেন না বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে সূত্রের খবর। 


বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়াদের পাশে SFI। শান্তিনিকেতনে মিছিল করলেন সিপিএমের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। SFI’এর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। অস্বীকার করেছে সিপিএম।


বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থ। ৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে, ছাত্র-ছাত্রীদের একাংশের অবস্থান মঙ্গলবার চতুর্থ দিনে পড়েছে। এদিন, বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। সেই সময়, নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বচসা হয়।


পড়ুয়াদের বিক্ষোভের জেরে সেন্ট্রাল অফিসে ঢুকতে পারেননি বিশ্বভারতীর কর্মীরা। এদিকে, শান্তিনিকেতন থানায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন কয়েকজন ছাত্রী। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অর্থনীতি বিভাগে ভাঙচুরের কারণে বহিষ্কার করা হয়েছে।


ছাত্র বিক্ষোভের জেরে পুলিশি নিরাপত্তা চেয়ে ইমেল করছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, উপাচার্য ইমেলে নিরাপত্তা চেয়েছেন। পুলিশ সতর্ক আছে। কোনও সমস্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।সবমিলিয়ে গোটা পরিস্থিতির জট কীভাবে কাটবে তা নিয়ে ধন্দে বিভিন্ন মহল।


এ দিকে, মঙ্গলবার বিশ্বভারতীতে যায় SFI’র একটি প্রতিনিধি দল। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্যরা। সঙ্গে ছিলেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষরাও। শান্তিনিকতনের বকুলতলা থেকে বলাকা মোড় পর্যন্ত মিছিল করে SFI। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের অবস্থানকে সমর্থন করেছে শান্তিনিকেতন মেলা বাঁচাও কমিটি।


আরও পড়ুন: Jalpaiguri: 'হয় চাকরি, না হলে জমি ফেরত', জলপাইগুড়িতে লাঙল হাতে জেলাশাসক দফতরে বিক্ষোভ জমিদাতাদের


আরও পড়ুন: Covid 19 Vaccine: সোনারপুরে ভ্যাকসিনের কুপন বিলিকে কেন্দ্র করে হাতাহাতি পঞ্চায়েত অফিসে