আবির ইসলাম, বীরভূম: অবিলম্বে নিতে হবে অফলাইন পরীক্ষা (Offline Exam)। এই দাবিতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের কাছে ইমেল (Email) মারফত্‍ ডেপুটেশন দিলেন বিক্ষোভকারীরা। এনিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।


কী ঘটেছে? 


ফের অশান্ত শান্তিকেতন। ছাত্র-বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দরজা বন্ধ থাকায়, কেন্দ্রীয় অফিসের পিছন দিকে, টিনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। পড়ুয়াদের দাবি, যে পরীক্ষাগুলি বাকি রয়েছে, অবিলম্বে অফলাইনে তা নিতে হবে। 


সূত্রের খবর, অনলাইন না অফলাইন, এই দোলাচলে, বিশ্বভারতীর প্রায় ৮টি ভবনের ফাইনাল সিমেস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কিন্তু, তারপরও ১০ দিন হয়ে গেছে। এখনও পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। আন্দোলনকারীদের দাবি, এর জেরে, অনিশ্চয়তার মুখে ফাইনাল সিমেস্টারের শতাধিক পড়ুয়া৷ 


আরও পড়ুন, ১০০ দিনের কাজে প্রায় দশ কোটি টাকা তছরুপের অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সর্বেশ্বর রবিদাস বলেন, "বেশ কয়েকটি ডিপার্ট্মেন্টের পরীক্ষা বাকি ছিল৷ সেগুলো নেবে বলে দিন ঠিক করবে বলেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু, এখনও পর্যন্ত পরীক্ষার দিন ঠিক হয়নি৷ এতে সমস্যায় পড়েছেন ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা।" অবিলম্বে অফলাইনে পরীক্ষার দাবিতে, সোমবার দুপুর ১ টা নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।                    


উপাচার্যের দফতরেও ঢুকতে যান তাঁরা। কিন্তু গেট বন্ধ থাকায়, ভবনের পিছনে টিনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন আন্দোলনকারীরা। ই-মেল মারফত্‍ উপাচার্যের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন পড়ুয়ারা। 


এ ব্যাপারে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, '২১ জুন অফলাইনে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, পরীক্ষায় বসেননি বেশ কয়েকজন পড়ুয়া। ছাত্রছাত্রীদের কথা ভেবেই দ্রুত পরীক্ষার দিন ঠিক করা হবে। এব্যাপারে সংশ্লিষ্ট ভবনের অধ্যক্ষরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন।'