অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সাত সকালে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন (Bison)। কালচিনি ব্লকের (Kalchini Block) গুদামডাবরী এলাকার ঘটনা। খবর পেতেই ছুটে আসেন বনকর্মীরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে কাবু করার চেষ্টা চলছে।
কী ঘটেছিল?
উত্তরবঙ্গের মফঃস্বল ও গ্রামের দিকে বাইসন-তাণ্ডব একেবারে অপরিচিত নয়। স্বাভাবিক ভাবেই এদিনের ঘটনার খবর ছড়াতেই আতঙ্কের চোরাস্রোত তৈরি হয়। এদিন ভোর ৫টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসনটি গুদামডাবরি গ্ৰামে ঢুকে পড়ে। তার পর থেকেই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে প্রাণীটি যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে সেখানে পৌঁছে যান ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা। কিন্তু শেষ পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছিল, তাতে বাইসনটি একটি ঝোপে আশ্রয় নিয়েছে। তাকে কাবু করার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত বনকর্মীরা। গত মাসে শিউরে ওঠার মতো কিছুটা এমনই ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে।
গোয়ালঘরে বাইসন...
কৃষি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। আচমকাই গোয়ালঘরে ঢুকে পড়ে বাইসনটি। গবাদি পশুর সঙ্গে বাইসনকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। এখানেই শেষ নয়, দ্রুত গতিতে ছুটে গিয়ে একজন গ্রামবাসীকে আহত করে ওই বাইসনটি। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জানা যায়, বাইসনের হামলায় আহত ওই গ্রামবাসীর নাম ননী রায়। আহত ব্যাক্তি মাজিয়ালি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়া মাজিয়ালি বস্তিতে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। বাইসনটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছিল। মানুষের তাড়া খেয়ে একটি গোয়াল ঘরে ঢুকে পরে সে এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। এরপরেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাথুয়া রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা। জলপাইগুড়ি থেকে ডাকা হয় ট্রাঙ্কুইলাইজার টিমকে।বনকর্মীদের প্রাথমিক অনুমান, পাশের গরুমারা জঙ্গল থেকে বাইসনটি বেরিয়ে আসতে পারে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই জল তেষ্টার কারণে অথবা খাবারের সন্ধানে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে লোকালয়ে চলে এসেছে বাইসনটি। তবে শেষ অবধি পাওয়া খবর, সকাল থেকে গ্রামে ৬ ঘন্টা তাণ্ডব চালানোর পর গ্রামবাসীদের তাড়া খেয়ে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গলে ফিরে যায় দলছুট ওই বাইসনটি।
আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন