সমীরণ পাল, বাগদা: নির্মল মাজির (Nirmal Maji) পরে এবার বাগদার বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। গতকাল একটি সভায় তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে রানি রাসমণির (Rani Rashmani) ছায়া দেখতে পেয়েছি। আগামী ১০০ বছর মানুষের মনের মণিকোঠায় থাকবেন মমতা। বাগদায় (Bagda) একটি অনুষ্ঠানে মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিজেপির (BJP) টিকিটে ভোটে জেতার পরে তৃণমূলে আসেন বিশ্বজিৎ। 


রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা: প্রথমে শ্রী শ্রী মা সারদা। আর এবার রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা। ফের বিতর্কে তৃণমূল নেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদার প্রসঙ্গ টেনে বড়সড় বিতর্ক বাধিয়েছেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি।  এবার প্রায় রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। একটি সভায় তিনি বলেন,  “এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়। আগামী ১০০ বছরেও মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। রানি রাসমণি যেভাবে রয়েছেন।’’



এর আগে শ্রী শ্রী মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন নির্মল মাজি। ঠিক কী বলেছিলেন তিনি? "মারা যাওয়ার কিছু দিন আগে স্বামী বিবেকানন্দের কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলেন মা সারদা। বলেছিলেন, খাল পেরিয়ে হরিশ চ্যাটার্জি রোড হয়েই কালীঘাট যান তিনি, ঠিক এখন যেখানে দিদি থাকেন। মা সারদা বলেছিলেন, 'মৃত্যুর এতদিন পর কালীঘাটের কালীক্ষেত্রে ফের জন্ম নেব আমি। মনুষ্য জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব'।" এরই সঙ্গে নির্মল জোড়েন, "পরিসংখ্যান এবং সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যাচ্ছে, সারদা মায়ের মৃত্যু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের যে সময়কাল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা, তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধি ক্ষণে যাঁর জন্ম, তিনিই যুগে যুগে, দেশে দেশে, কালে কালে নবরূপে উন্মোচিত হন।"


শুধু বনগাঁ উত্তরের বিধায়কই নন, বনগাঁর তৃণমূল সভাপতির মন্তব্যেও তৈরি হয়েছে বিতর্ক। বনগাঁর তৃণমূল সভাপতি  গোপাল শেঠ বলেন, ‘তিনি কোন আদর্শে বিশ্বাসী, তা আমাদের দেখার বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোন আদর্শে আমাদের পাঠাচ্ছেন, সেটাকেই আমরা মান্যতা দিচ্ছি। সবার ওপরে আমাদের মনীষী মমতা বন্দ্যোপাধ্যায়।’’


আরও পড়ুন: Mamata Banerjee: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের