শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল কংগ্রেস কর্মীর (TMC Worker) বাড়িতে হামলা-লুটপাঠ চালানোর অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দিনহাটার (Dinhata) ভেটাগুড়ির ঘটনা। গত কাল রাত এগারোটা নাগাদ হামিদুর রহমান নামে ওই তৃণমূল কর্মীর (TMC Worker) বাড়িতে হামলা চালানো হয়ে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 


কী ঘটেছিল?
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গত কাল রাত এগারোট নাগাদ হামিদুরের ঘরের টিনের বেড়া ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সেই সময় ওই তৃণমূলকর্মী বাড়ি ছিলেন না। সেই সুযোগেই তাঁর ঘরে লুঠপাট চালায় তারা। যাওয়ার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি বোমাও ছোড়া হয়। হালে দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বা শুনিয়া খুনের ঘটনায় এই হামিদুর রহমানের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে বিজেপি। তবে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্য একটি ঘটনায়, তুফানগঞ্জের বালাভূতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে দু'পক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন বলে খবর। এঁদের মধ্যে পাঁচ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূলের অভিযোগ, গত কাল এলাকায় মিছিলের পরে তাদের কয়েকজন কর্মী-সমর্থক যখন একটি মাঠে বসেছিলেন, সেই সময়ই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করেন, বেধড়ক মারধরও করা হয় তাঁদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। উল্টে তাদের দাবি, হামলা চলেছে তাদের উপর। পঞ্চায়েত ভোটের মুখে রাজনৈতিক সংঘর্ষ বার বার শিরোনামে আসছে। মাসখানেক আগেই কোচবিহারে এই ধরনের একটি ঘটনার কথা শোনা যায়। 


আগেও উত্তেজনা...
মাসখানেক আগে কোচবিহারের ঢাংডিংগুড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে দুই দলের পার্টি অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। এক তৃণমূল কর্মীর (TMC Worker) মাথা ফেটেছিল সে সময়, এমনই অভিযোগ।প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শীতলকুচিকাণ্ডের পর বিশেষ করে বারবার ঘাসফুল ও গেরুয়াশিবিরের মতবিরোধ, সংঘর্ষ প্রকাশ্যে এসেছে। বিএসএফ-র গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনাতেও চলতি বছরে বড় মোড় নেয়। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেয় শাসকদল। আর সেই হুঁশিয়ারিতেই তেঁতে ওঠে বিজেপি। পাশাপাশি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডেও উঠেছিল প্রশ্ন। তবে গত এপ্রিলেই দিনহাটার ভেটাগুরিতে ছড়িয়েছিল উত্তেজনা। দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরে সেই একই দৃশ্য ফিরল এবার কোচবিহারের ঢাংডিংগুড়িতে।


আরও পড়ুন:ফের TMC-BJP সংঘর্ষ কোচবিহারে , 'আক্রান্ত' ১ তৃণমূল কর্মী