সুজিত মণ্ডল, নদিয়া: বিজেপি(BJP)-বাম(Left) সংঘর্ষে (clash) রণক্ষেত্র নদিয়ার (nadia) চাকদা (chakdaha)। করুণাময়ী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল ডিওয়াইএফআই (DYFI)। তার মধ্যে বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ায় বচসা। সেখান থেকেই দু-পক্ষের হাতাহাতি। বিজেপি নেতা রাহুল সিন্হার (rahul sinha) গাড়ি (car) ভাঙচুরের (glass) অভিযোগও উঠল ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে।


যা ঘটল...
সল্টলেকের করুণাময়ীতে যা হয়েছে, তার প্রতিবাদে চাকদায় অবরোধ কর্মসূচি করছিলেন এলাকার ডিওয়াইএফআই কর্মী-সমর্থকরা। অন্য দিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী চাকদার চৌরাস্তা সংলগ্ন একটি লজে বিজয়া সম্মিলনী চলছিল বিজেপির। সেই সম্মিলনীতে অংশ নিতে এসেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, দলীয় নেতা রাহুল সিনহা, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বদের অনেকেই। অভিযোগ,ডিওয়াইএফআই-র অবরোধ কর্মসূচিতে আটকে পড়ে বিজেপি সাংসদ-বিধায়কদের গাড়িগুলি। এই নিয়েই গণ্ডগোল। দাবি ওঠে, এই গাড়িগুলিকে আগে ছেড়ে দিতে হবে। স্থানীয় বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা ডিওয়াইএফআই সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর পর ধস্তাধস্তি থেকে মারামারি পর্যন্ত পৌঁছে যায় পরিস্থিতি। শেষমেশ ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। আপাতত পরিস্থিতি সামলানো গিয়েছে। তবে ঘটনায় রাহুল সিনহার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। 


কী বললেন রাহুল সিনহা?
'চাকদায় যেখানে আমাদের বিজয়া সম্মিলনী ছিল সেখানে আমি আসছি শুনে তৃণমূল কংগ্রেস, তাদের দোসর সিপিএমকে দিয়ে ওখানে পথ অবরোধ করে। আমার গাড়ি পৌঁছনো মাত্র একটি ছেলে লাঠি দিয়ে মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়', বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর প্রশ্ন, যেখানে তাঁর কর্মসূচির কথা আগে থেকে জানানো রয়েছে সেখানে এমন সময়ে পুলিশ কোথায়? শান্তিরক্ষী বাহিনীই বা কোথায়? সব মিলিয়ে তেতে ওঠে চাকদার পরিস্থিতি। তবে পুলিশ গিয়ে পৌঁছলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত, করুণাময়ীতে টেট উত্তীর্ণ বিক্ষোভকারীদের যে ভাবে পুলিশ প্রশাসন সরিয়ে দিয়েছে তার প্রতিবাদে গত কাল বামেদের পাশাপাশি পথে নেমেছিল বিজেপি ও কংগ্রেসও। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তুলতে বলপ্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা। গভীর রাতে আন্দোলন ভেঙে দেয় পুলিশ, ফের অসুস্থ একাধিক চাকরিপ্রার্থী। ৮৪ ঘণ্টার আন্দোলন ১৫ মিনিটে তুলে দেয় পুলিশ। 


আরও পড়ুন:৮ লক্ষ টাকার বিনিময়ে প্রাথমিকে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, নাম জড়াল তৃণমূল নেতার