কলকাতা : বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC MLA) খোকন দাসের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। ভোটার লিস্টে শুধু তৃণমূল সমর্থকদেরই নাম তুলুন! এই সংক্রান্ত হুমকি-ভিডিও দিয়ে সিইও দফতরে অভিযোগ দায়ের করল গেরুয়া শিবির।


বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এফআইআর হবে। আর এফআইআর হলে, পুলিশ ঠিক কাজ করলে ধরা পড়বে। ওঁর কথার সঙ্গে সঙ্গে ডিইও, ইআরও লেভেলের অফিসারদের তরফে অসহযোগিতা শুরু হয়ে গেছে।  


সম্প্রতি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, 'আমরা চাই, আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট হবে। আমরা চাই বলেই, কাল যে বিজেপির লোকগুলো এসেছে, তাঁর বাড়ির তুলে দেব, এটা কিন্তু ভুল করবেন না। ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার। যাঁরা আমাদের পরিবারের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন।' তিনি আরও বলেন, 'নতুন লোক তো আসছেই। নতুন লোক মানে তো বুঝতে পারছেন, সব বাংলাদেশের লোক আসছে। তাঁদের ভোট আমরা বেশি তুলতে গেলে আরও ক্ষতি। কারণ তাঁরা তো বেশি হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। তাই ভোটটা যেই তুলবেন, সে নতুন লোক আসছে, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবে, তাঁদেরই চেষ্টা করবেন।'  


মুখ্যমন্ত্রীর বার্তা :


যদিও গত ১০ নভেম্বর, প্রশাসনিক সভা থেকে ভোটার লিস্টে নাম তোলা নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি বলেছিলেন, 'সবাই যাঁরা ভোটার লিস্টের কাজে আছেন, আমি রিকোয়েস্ট করব সবার নামটা তুলবেন। ১৮ বছর বয়স যাদের হচ্ছে বা হতে যাচ্ছে, তাদের নামগুলো তুলবেন ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কারও নাম দয়া করে অন্য ধর্মের লোক বলে বাদ দেবেন না। একটা চক্রান্ত চলছে।' এবার তাঁর দলেরই এক বিধায়ক এমন মন্তব্য করায় কার্যত শোরগোল পড়েছে।


প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি নিয়ে বিতর্ক হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্য নিয়েও জলঘোলা হয়েছে। এবার বিতর্ক শুরু আর এক তৃণমূল বিধায়ককে নিয়ে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের তিন বিধায়কের তিন ধরণের হুঁশিয়ারি-সতর্কবার্তা এবং ভবিষ্যদ্বাণীই। ফের একই প্রশ্ন তুলে দিল, পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে সেই প্রশ্ন। 


আরও পড়ুন ; 'ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার', বিধায়কের মন্তব্য ঘিরে তরজা