মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দল ও কমিশনের শোকজের পরেও বেফাঁস মন্তব্য করেই চলেছেন দিলীপ ঘোষ! মুখ্যমন্ত্রীকে নিশানা করে ফের বিতর্কের কেন্দ্রে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোট প্রচারে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করে নির্বাচন কমিশন ও দলের শোকজের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রচারে বেরিয়ে আক্রমণাত্মক মেজাজেই রয়েছেন দিলীপ ঘোষ। সোমবার আবার জাতীয় নির্বাচন কমিশনও অসন্তোষপ্রকাশ করেছেন দিলীপের জবাবে। কথা বলার সময় দিলীপ ঘোষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। বিতর্কের আবহেই তিনি বিরোধীদের বিরুদ্ধে একের পর এক শাণিত বাক্য বলেই চলেছেন।
সোমবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে তিনি বিরোধী প্রার্থী ' কীর্তি আজাদকে ধাক্কা দিন' বলে মন্তব্য করেন। দিলীপ বলেন. ' বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে কীর্তি আজাদকে ধাক্কা দিন, দলের লোকেদের পেটান'। তৃণমূলকে মারের বদলে মারের নিদান দেন দিলীপ। এদিন প্রচারের মাঝেই এক মহিলা পাট্টা নিয়ে দিলীপ ঘোষের কাছে এসে অভিযোগ জানান। বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে পাট্টা পাচ্ছেন না, পাট্টা দেওয়ার ব্যবস্থা করুন ! অবিলম্বে তা খতিয়ে দেখার আশ্বাস দেন বিজেপি প্রার্থী।
সোমবার সকালে তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান তিনি। বলেন, ' দিদিমণি যাঁদের নেতা বানিয়েছেন তাঁরা সকলে দল বিরোধী। এমন দৌড় করিয়েছে তৃণমূল প্রার্থী কাঁপছে মন্দিরের ভেতর ঢুকে।' কীর্তিকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'টিএমসি সামলা পরে জিতবি বাংলা'
দিলীপ ঘোষের দাবি,'গত দুটো পুরসভা ভোটে দুর্গাপুরে দেখেছি ভোট লুঠ হয়েছে। এবার ওসব চলবে না। এবার দিলীপ ঘোষ এসেছে। আমি লড়তে আসিনি জিততে এসেছি'
আরও পড়ুন :
এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?
সোমবার আবার জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, 'বিজেপির ঝড় শুরু হয়েছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তবে এটা প্রাকৃতিক দুর্যোগ। সরকারের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।' জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।'
সোমবার দিলীপ ঘোষ নিজের কেন্দ্রে দেওয়াল লিখন করেন। তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, 'ইঞ্চি সাইজের, ফুট সাইজের নেতা তৈরি হয়েছে । সবাইকে উচিত শিক্ষা দেব' ।
আরও পড়ুন : এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?