সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ইস্তফার ইচ্ছে প্রকাশ করলেন উত্তর দিনাজপুরের (north dinajpur) বিজেপির সহ সভাপতি। জেলা বিজেপি (bjp) সভাপতিকে পাঠালেন চিঠি। বিষয়টিতে গুরুত্ব নিতে চান না জেলা বিজেপির আরেক সহ সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।


উত্তর দিনাজপুরে বিজেপিতে ধাক্কা। জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠালেন জেলার সহ সভাপতি। চিঠিতে দলের উদ্দেশে সতর্ক বার্তাও দিলেন। বিধানসভা ভোটের ঠিক মুখে, মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অশোক রায়। 


কিন্তু, এক বছরের মধ্যেই জেলা বিজেপির সহ সভাপতির পদ ছাড়ার ইচ্ছেপ্রকাশ করলেন। সম্প্রতি কেন্দ্রের দেওয়া নিরাপত্তাও ছেড়ে দেন তিনি। বিজেপির জেলা সভাপতিকে পাঠানো চিঠিতে ইস্তফার মূল কারণ হিসেবে, শারীরিক অসুস্থতার কথাই বলেছেন অশোক রায়। পাশপাশি, দলের উদ্দেশে সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন, দলাদলি বন্ধ না হলে আগামী দিনে আরও বিপদ। 


এই বিষয়ে উত্তর দিনাজপুরের বিজেপির সহ সভাপতি অশোক রায় বলেন, ''শারীরিক অসুস্থতার কারণে আমি ওই পদে কাজ করতে পারছি না। আপাতত অন্য দলে যাওয়ার পরিকল্পনা নেই।''


তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির আরেক সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, ''আমি শুনেছি। পদত্যাগ করতে চেয়েছেন। আমাদের জেলা সভাপতি বিষয়টি দেখছেন। দলে কেউ অপরিহার্য নয়। অনেকই এসেছেন। আবার অনেকে চলে যাচ্ছেন। দলের ক্ষতি হবে না।''


আর নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। জেলার তৃণমূল নেতা অরিন্দম সরকার বলেন, ''বিধানসভা ভোটে, পুরসভা ভোটে ভরা ডুবি হয়েছে। বিজেপিতে কেউ থাকতে চাইছে না। আগামীদিনে দলটাই উঠে যাবে ।''


সব মিলিয়ে গেরুয়া শিবিরের এক নেতার পদত্যাগের ইচ্ছেপ্রকাশ ঘিরে সরগরম উত্তর দিনাজপুরের রাজনীতি।


উল্লেখ্য, বিধানসভা ভোটে ভরাডুবির পরই একের পর এক বিজেপিতে ভাঙন ধরা পড়েছে। জেলায় জেলায় প্রচুর বিজেপি নেতা, কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন। এবার উত্তর দিনাজপুরে বিজেপির পদাধিকারী ব্যক্তিও নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠালেন।