লিল্লেহ্যামার: শুক্রবারই নরওয়ের বিরুদ্ধে নিজেদের ডেভিস কাপ (Davis Cup) অভিযান শুরু করল ভারতীয় টেনিস দল। তবে প্রথম দিনটা চূড়ান্ত হতাশাজনক কাটল ভারতের। রামকুমার রমানাথন (Ramkumar Ramanathan) ও প্রাজনেশ গুনেশ্বরণ (Prajnesh Gunneswaran), উভয় ভারতীয় তারকাই প্রথম দিনে নিজেদের সিঙ্গলস ম্যাচে পরাজিত হন। প্রথম দিনের শেষে তাই নরওয়ের বিরুদ্ধে ০-২ পিছিয়ে রয়েছে ভারত।


গুনেশ্বরণকে হারান সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছনো ক্যাস্পার রুড। বিশ্বের দুই নম্বর তারকার বিরুদ্ধে গুনেশ্বরণের লড়াইটা যে একেবারেই সহজ হবে না, তা জানাই ছিল। ম্যাচে হলও তাই। গোটা ম্যাচ জুড়েই রুডের বিরুদ্ধে সমস্যায় পড়তে হল ভারতীয় টেনিস তারকাকে। এক ঘণ্টা দুই মিনিটের ম্যাচে স্ট্রেট সেটে ৬-১, ৬-৪ স্কোরলাইনে গুনেশ্বরণকে কার্যত উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিলেন রুড।


ফেভারিট হয়েও হার


তবে রুডের বিরুদ্ধে গুনেশ্বরণের জয়টা চাপের হলেও, ভিক্টর ডুরাসোভিচের বিরুদ্ধে কিন্তু খাতায় কলমে এগিয়ে ছিলেন রমানাথনই। ভারতের এক নম্বর সিঙ্গলস টেনিস খেলোয়াড় রমানাথনের থেকে এটিপির ক্রমতালিকায় ৫০ ধাপ পিছনে ভিক্টর। তা সত্ত্বেও গুনেশ্বরণের মতোই ৬-১, ৬-৪ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারলেন তিনিও। ভিক্টর গোটা ম্যাচেই দুরন্ত সার্ভিস গেমের দৌলতেই ম্যাচ জিতে নেন।


জিততে হবে সব ম্যাচ


ভারতকে এই টাই জিততে হলে দ্বিতীয় দিনে নিজেদের তিনটি ম্যাচেই জিততে হবে। ভারতের সামনে চ্যালেঞ্জটা একেবারেই সহজ নয়। বিশেষত দলের অভিজ্ঞ খেলোয়াড় রোহন বোপান্নার অনুপস্থিতিতে তো চ্যালেঞ্জটা আরও কঠিন। হাঁটুর চোটের জন্যই ডেভিস কাপে ভারতের হয়ে নামতে পারননি ২০১৭ সালের ফরাসি ওপেন মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না। তিনি ১০ সেপ্টেম্বরই চোটের জেরে ডেভিস কাপ দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন। বোপান্নাকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। 


ভারতীয় টেনিস তারকা এই সিদ্ধান্তটি জানিয়ে নিজের সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি সবসময়ই ভালবাসি এবং এই বিষয়ে আমি বদ্ধপরিকরও বটে। তবে আমায় এই সপ্তাহে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচে ভারতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করছি। আমার হাঁটুতে চোট রয়েছে এবং তার জন্যই আমায় কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরেই আমি আবার কোর্টে ফিরতে পারব।'


আরও পড়ুন: '..এমন দিন আসবে কখনও ভাবিনি', রজারকে কী বললেন নাদাল?