তুহিন অধিকারী, বাঁকুড়া: বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মিসভা (party meeting) করে সোনামুখী ব্লকের কোচডিহিকে 'অপবিত্র' করেছে তৃণমূল (TMC Has Contanminated The Area)। সেই জন্য এদিন সকাল থেকে গঙ্গাজল দিয়ে জায়গাটির শুদ্ধিকরণ-অভিযান চলল বিজেপির তরফে (BJP Goes For Purification)।
কী বলা হয়েছিল?
গত মঙ্গলবার বিজেপির ডাকে সোনামুখী বিধানসভা এলাকার কোচডিহিতে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। সেখানে হাজির ছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী-সহ একগুচ্ছ নেতৃত্ব। বিজেপির ওই কর্মিসভার পরেই অর্থাৎ গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বও উপস্থিত ছিলেন। এর পরই এদিন, শুদ্ধিকরণ-অভিযানে নামে বিজেপি। তাদের, সোনামুখী ব্লকের কোচডিহি একটি পবিত্র ভূমি। সেখানে বাইরে থেকে লোক নিয়ে এসে কর্মিসভার আয়োজন করে অপবিত্র করেছে তৃণমূল কংগ্রেস। এই 'পাপের' ফল যাতে কোচডিহিবাসীকে পোহাতে না হয়, তাই আজ সকাল থেকেই গঙ্গাজল দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করা হয় বিজেপির তরফে। এই কর্মসূচিকে সমর্থন জানান সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। বলেন, 'তৃণমূলের বুথস্থর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলেই মিথ্যা কথা বলেন। বড় বড় চোরগুলি এলাকা অপবিত্র করেছে। তাই এই শুদ্ধিকরণ করা হল।
পাল্টা তৃণমূলের...
এই কর্মসূচি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়। বলেন, 'বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি দিশাহারা বিজেপি সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। বিজেপির এই নোংরা রাজনীতি, এই ধান্দাবাজির রাজনীতিকে আমরা তীব্র ধিক্কার জানাই।' প্রসঙ্গত, এই শুদ্ধিকরণ অভিযানের ধারা আগেও দেখেছে বঙ্গ রাজনীতি। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিঙ্গুরে বিজেপির ধর্না মঞ্চে শুদ্ধিকরণ অভিযান করে তৃণমূল। বেচারাম মান্নার নেতৃত্বে এই শুদ্ধিকরণ প্রক্রিয়া হয়েছিল। গোবর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তৃণমূল কর্মীরা। চলে ঢোল বাজিয়ে হরিনাম সংকীর্তন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য তখন বলেছিলেন, 'ওসব নাটক খাটবে না। সিঙ্গুরের কৃষকরা জানেন তাঁদের কী অবস্থা। ওসব নাটক মিডিয়ার প্রচারে আসার জন্য করছে। ওসব করে কোনও লাভ হবে না। সিঙ্গুর আন্দোলনের সময়ে চুন বালি সুরকির জোগান দিয়েছিল বেচারাম মান্না। সবাই তা জানে।'