শিবাশিস মৌলিক, কলকাতা : বাংলার বিধানসভা (West Bengal Assembly Election) ভোটে ‘দুশো পারের’ ডাক দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডারা (JP Nadda)। কিন্তু, বিজেপিকে থামতে হয় ৭৭’এই। এই প্রেক্ষাপটে বঙ্গ সফরে এসে বিধানসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ার জন্য করোনাকে (Corona) দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নাড্ডার দাবি
বিজেপির সর্বভারতীয় সভাপতির দাবি, 'করোনা না এলে, এই বারই আমাদের সরকার চলে আসত, চতুর্থ দফার পর তো আমরা প্রচারই করতে পারিনি, মনে রাখবেন ১৪ এপ্রিলের পর প্রচার বন্ধ ছিল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফা প্রচার ছাড়াই হয়েছে, আমাদের যে প্রচার হয়েছিল, তার যা গতি ছিল, যেভাবে মমতাদির সঙ্গে ভোট হচ্ছিল, যা হওয়ার তাই হত। ঠিক আছে যা হয়েছে তা হয়ে গেছে, আগামীদিনে আবার ভোট আসবে, কোনও সমস্যা নেই। ৫ বছর পর আবার আসবে, লড়াই করে জিতব, আপনাদের আশীর্বাদে।'
তৃণমূলের কটাক্ষ
পরিসংখ্যান বলছে, বিধানসভা নির্বাচনের আট দফার মধ্যে ৬ দফার ভোট হয়ে যাওয়ার পর, রোড শো, পদযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এই অবস্থায়, বিধানসভা ভোটে পরাজয়ের দায় জে পি নাড্ডা কার্যত করোনার ওপর ঠেলে দেওয়ায়, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলার মানুষ ওনাদের প্রত্যাখান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এমনকি জেপি নাড্ডা নিজেও তো ওই সময় ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন বাংলার। গায়ের জোরে আট দফা ভোট করিয়েছেন। আসলে এই ধরণের মন্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার নিদর্শন।'
আরও পড়ুন- ‘৮ বছর আগে দেশে কথায় কথায় দুর্নীতি হত, দেশে বদল হয়েছে, বাংলাতেও হবে', বার্তা নাড্ডার
সব মিলিয়ে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।