দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও সুনীত হালদার, কলকাতা : পরিবারতন্ত্রের অভিযোগে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। বাংলার আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ নিয়ে সুর চড়ালেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে দিয়েছেন। নাড্ডার তোলা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলিকে পরিবারতন্ত্রের অভিযোগে লাগাতার নিশানা করছে বিজেপি। এবার বাংলায় এসে, সেই অস্ত্রেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিঁধলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ফের তাঁর মুখে শোনা গেল পিসি-ভাইপো শব্দবন্ধ! তাঁর আক্রমণ, 'পিসি আর ভাইপোর পরিবারবাদ চলছে বাংলায়'।
শুধু তাই নয়, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল (TMC) পরিচালিত সরকারকেও একহাত নেন মোদির সেনাপতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, 'আমি সব রিপোর্ট গৃহমন্ত্রীকে দিয়েছি। দেখবেন দুধে কা দুধে, পানিকা পানি হবে। বলে যাচ্ছি। বাংলা আজ সংকটে। গনতন্ত্র ধ্বংস হছে। গুন্ডামি হচ্ছে। জঙ্গলরাজ চলছে।'
সম্প্রতি, মণিপুরে দুই মহিলার ওপর অকথ্য নির্যাতনের ভিডিও সামনে আসার পর, দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এনিয়ে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে একসুরে হয় বিরোধীরা। পাল্টা কৌশল হিসেবে বিরোধী শাসিত রাজস্থান, ছত্তীসগঢ়, বাংলার মতো রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। এদিনও সেই পথেই হাঁটেন নাড্ডা। সুর চড়িয়ে তাঁর আক্রমণ, 'মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ৭৪ শতাংশ ঘটনা ঘটেছে বাংলায়। নারী পাচারে এক নম্বরে আছে বাংলা'।
শনিবার হাওড়ার দেউলটিতে পঞ্চায়েত রাজ সম্মেলনের সূচনা করে জে পি নাড্ডা যান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসভবনে। সেখানে 'আমার মাটি, আমার দেশ' কর্মসূচির সূচনা করেন। কথা সাহিত্যিকের বাসভবন প্রাঙ্গন থেকে সংগ্রহ করা হয় মাটি। এরপর ভিজিটরস্ বুকে নিজের মতামতও নথিবদ্ধ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন