হিন্দোল দে, কলকাতা: নতুন বছরের প্রথম দিনই পথ দুর্ঘটনা শহরে (Kolkata Accident)। ইএম বাইপাসের (EM Bypass) উপর, অজয়নগর মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। তাতে দুমড়ে মুুচড়ে গেল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। তাতে আহত হয়েছেন মহিলা-সহ গাড়ির তিন আরোহী। 


দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিশু, মহিলা-সহ গাড়ির তিন আরোহী


রবিবার ভোরে অজয়নগর (Ajaynagar) মোড়ে এই দুর্ঘটনা ঘটে। অজয় নগর থেকে পাটুলি যাচ্ছিল গাড়িটি। সেই সময় ইএম বাইপাসের উপর কালভার্টের উপর একটি স্তম্ভে ধাক্কা মারে গাড়িটি। তাতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনও রকমে রক্ষা পান যাত্রীরা। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে (Kolkata News)। 


আরও পড়ুন: Dilip Ghosh:'জয় শ্রী রাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন', পরামর্শ দিলীপ ঘোষের! পাল্টা দিলেন কুণাল


দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাঙুর হাসপাতালে পাঠায় সার্ভে পার্ক থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। পুলিশের অনুমান, চালকর আসনে থাকা ব্যক্তি খুমিয়ে পড়েছিলেন। তার উপর গতি ছিল বেশি। তাতেই দুর্ঘটন ঘটে। তবে এয়ারব্যাগ খুলে যাওয়াতেই প্রাণ রক্ষা হয়েছে সকলের। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।


বছরের শেষ দিনে কলকাতা ময়দানের কাছেও উল্টে যায় একটি গাড়ি


এর আগে, শনিবার বছরের শেষদিনে ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় একটি বেপরোয়া গাড়ি। তাতে আহত হন গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে সেটি উল্টে যায়।


তাতে কোনওক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক এবং আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


একই ভাবে, গতকাল গুজরাতের নভসারিতে আমদাবাদ-মুম্বই হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল গাড়ির ন'জন আরোহীর। বাসের চালক-সহ অন্তত ২৮ জন আহত হয়েছেন। লাক্সারি বাসটি সুরাত থেকে ভালসাদ যাচ্ছিল। নভসারির রেশমা গ্রামের কাছে গাড়ির সঙ্গে সংঘর্ষে বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর।