কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayrt Poll ) আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) । সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। 


বুধবার পুরুলিয়ায় বিজেপির ( BJP ) পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটে ব্লক স্তরে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য, জানিয়েছেন বিজেপি নেতা। গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।                                                   

আরও পড়ুন : 


Mithun Chakraborty: আমি হতাশ, ৪৩ বছরের কেরিয়ারে এত টাকা আয় করতে পারলাম না: মিঠুন চক্রবর্তী


পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার জেলায় জেলায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের।  গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে কর্মীদের প্রস্তুতি। শাসক বিরোধী দুই পক্ষই ভোকাল টনিকে কর্মীদের উজ্জীবীত করার চেষ্টা করছেন। চলছে লাগাতার হুমকি, পাল্টা হুমকি।  গ্রামে গ্রামে চলছে শাসক ও বিরোধী গোষ্ঠীর সভা- ব়্যালি। পঞ্চায়েতে তৃণমূলকে কড়া টক্কর দিতে গেরুয়া শিবিরের তুরুপের তাস এবার মিঠুন? এরই মধ্যে জেলায় জেলায় ঘুরে  জল সংযোগ করছেন দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন তিনি। পাশাপাশি সারা রাজ্য কার্যত চষে ফেলছেন শুভেন্দু অধিকারী। 


অভিনেতা মিঠুন চক্রবর্তীর গেরুয়া শিবিরের হয়ে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল জুড়ে ধারাবাহিক ভাবে সভা করার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে থাকছেন মিঠুনের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বারবার বাংলায় এসে স্লোগানের ফোয়াকা ছুটিয়েছিলেন মহাগুরু। কিন্তু বিধানসভায় আশাব্যাঞ্জক হয়নি বিজেপির ফল। তারপর বেশ কিছুদিন পার করে বাংলায় আসেন মিঠুন। বছরখানেক পর মহাগুরু ফের মহানগরে আসেন তিনি জুলাইয়ে। 


গতবছর বিধানসভা ভোটের আগে, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। হাতে তুলে নেন বিজেপির পতাকা।  মোদির মঞ্চে এই ভূমিকায় দেখা যায় মহাগুরুকে । বিধানসভা ভোটে বিজেপির হয়ে জোরদার প্রচার করেন মিঠুন। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকে তাঁকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি। 
পঞ্চায়েত ভোটের একবছর আগে গত জুলাইয়ে আবার কলকাতায় আসেন মিঠুন। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কি মিঠুন চক্রবর্তীকে সক্রিয় ভূমিকায় দেখা যাবে?