কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমানঃ আচমকাই স্কুল পরিদর্শনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল (BJP Leader Agnimitra Paul)। আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের নরসমুদা প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ক্ষিপ্ত অগ্নিমিত্রা। বাথরুমে জল নেই , আগাছা পরিষ্কার করা হয় না , মিড ডে মিলের খাবার নিয়েও অসন্তুষ্ট তিনি। আজ দুপুরে এই স্কুল পরিদর্শনে যান তিনি। খতিয়ে দেখেন মিড ডে মিলের খাতা। কেন খাবারে ডিম নেই , প্রশ্ন ছুঁড়ে দেন প্রধান শিক্ষিকার দিকে । গরমের অজুহাত দেখিয়ে কোন ভাবে পাশ কাটান প্রধান শিক্ষিকা (Head Mistress)।
আরও পড়ুন, কী ভেবেছে মেট্রো রেল ? শিয়ালদহ মেট্রো উদ্বোধনে তোপ কুণাল-ফিরহাদদের
আচমকাই আসানসোলের স্কুল পরিদর্শনে অগ্নিমিত্রা
এরপর প্রধান শিক্ষিকা সহ কয়েকজন শিক্ষিকার মুখে শুনতে পান অর্থ সংকটের কারনে ভুগছে স্কুল । যা অনুদান আসছে তাতে সব কাজ করা সম্ভবপর হচ্ছে না । তারাই চাঁদা দিয়ে স্কুলের কাজ করাচ্ছেন । গোটা ঘটনা শুনে ক্ষিপ্ত অগ্নিমিত্রা । বলেন - এর প্রতিবাদ হওয়া দরকার । অগ্নিমিত্রা জানান - সরকারের টাকা কোথায় যাচ্ছে । যদিও বিধায়কের অভিযোগ অস্বীকার করে ঐ ওয়ার্ডের কাউন্সিলর সমিত মাজি জানান , রাজ্য সরকারকে বদনাম করার জন্যই এ কথা বলছেন বিধায়ক । স্কুলের সমস্ত কাজই চলছে । যদিও কাউন্সিলরের এই দাবির সাথে প্রধান শিক্ষিকা সহমত পোষন করেন নি । প্রধান শিক্ষিকা বৈজয়ন্তি বরাট জানান , সামান্য অনুদানে সব কাজ করা সম্ভবপর হচ্ছে না । অনুদান না বাড়ালে স্কুল সংস্কারের কোন কাজ করা সম্ভব নয় ।
মিড ডে মিল সহ একাধিক ইস্যুতে অভিযোগ
প্রসঙ্গত, রাজ্যে মিড ডে মিল সহ একাধিক ইস্যুতে অভিযোগ উঠেছে স্কুলের বিরুদ্ধে। একে সদ্য হয়ে যাওয়া আসানসোল লোকসভা নির্বাচনে বড় সংখ্যার ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিপুল ভোটে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর এই জয়ের সঙ্গে সঙ্গে গত দুবারের জয়ী হওয়া গেরুয়া শিবিরের একচেটিয়া আসানসোল লোকসভা নির্বাচনের আসনের রেকর্ড জয়ের যবনিকা টেনেছে ঘাসফুল শিবির। আর তাই এবার স্বাভাবিকভাবেই এই এলাকার মন জয়ে আরও বেশি করে সক্রিয় হওয়ার পথে গেরুয়া শিবির।
বিস্তারিত আসছে..