রাজা চট্টোপাধ্যায়,কলকাতা: খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষাকবচের আবেদন খারিজ (Nisith Pramanik)। নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন খারিজ করল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথের নির্দেশে গুলি চালানোর অভিযোগ। ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই মামলায় নিশীথ প্রামাণিকের আবেদন খারিজ করল আদালত। (Nisith Pramanik Case)


বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল।   বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশরওয়ানির ডিভিশন বেঞ্চে আবেদনর শুনানি চলছিল আজ। সেখানেই নিশীথের রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায়। আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আজকের নয়। ২০১৮ সালে দিনহাটায় তাঁর নির্দেশেই গুলি চলেছিল, তাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁৎ বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। সেই মামলা ঘুরে হাইকোর্টে এসে পৌঁছলে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন নিশীথ। কিন্তু তাঁর আবেদন খারিজ হওয়ায়, যে কোনও সময় এখন তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ। (Calcutta High Court)


পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের এপ্রিল মাসে দিনহাটায় একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে গুলি চললে গীতালদহের বাসিন্দা আবু মিয়াঁ নামের একজন গুলিবিদ্ধ হন। সেই ঘটনার চার্জশিটে নিশীথের নাম উঠে আসে। নিশীথের নির্দেশেই গুলি চালানো হয়েছিল বলে অভিয়োগ ওঠে। সেই গুলি চালানোর নির্দেশ নিশীথই দিয়েছিলেন বলে অভিযোগ। সেই সময়ই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই মামলাইউ ঘুরেফিরে নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয়। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথ।


আরও পড়ুন: Mahua Moitra: সরকারি বাংলো খালির নির্দেশ স্থগিতাদেশ নয়, দিল্লি হাইকোর্টেও ধাক্কা মহুয়ার


তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেন নিশীথ। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বিজেপি-তে তাঁকে প্রার্থী করা নিয়ে বিস্তর ঝামেলাও হয়েছিল সেই সময়। নয় নয় করে নিশীথের বিরুদ্ধে ১১টি অপরাধের মামলা রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে। সোনার দোকানে ডাকাতি থেকে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা তার মধ্যে অন্যতম।