কলকাতা : 'বাংলায় সেটিং হয়েছিল সিবিআইয়ের সঙ্গে। কেন্দ্র তা বুঝতে পেরে ইডিকে পাঠিয়েছে।'  সিবিআই (CBI ) প্রসঙ্গে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তেতে ওঠে বাংলার রাজনীতি। বিজেপির অন্দরমহলও নড়েচড়ে বসে বলে খবর। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলে দিলীপের সঙ্গে। এর ফলশ্রুতি হিসেবেই কি এবার 'সুর নরম' করলেন দিলীপ । 


'সিবিআই একমাত্র ভরসা'
শুক্রবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জানালেন, 'এখন সিবিআই একমাত্র ভরসা।' তাঁর বক্তব্য, ' এছাড়া উপায় কী আছে?... ভরসা যখন টেকে না, তখনই প্রশ্ন ওঠে। ' তিনি জানান, ' কোর্টও CBI-এর ওপর ভরসা রেখেছে। এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। '


কেন তিনি সিবিআই-কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান,  ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুন, ধর্ষণের যে সব মামলা হয়েছিল, তার এখনও সমাধান হয়নি। সেই কারণে তিনি প্রশ্ন তুলেছিলেন। 


আগে কী বলেছিলেন দিলীপ 
সম্প্রতি দিলীপ দাবি করেন, সিবিআইয়ের সঙ্গে সেটিং হয়েছিল বুঝেই এবার ইডিকে পাঠিয়েছে কেন্দ্র। সম্প্রতি দিলীপ বলেন, আপনারা জানেন, গত কয়েকমাস ধরে এখানে সিবিআই এনকোয়ারি চলছিল। কিন্তু কোনও এফেক্ট হচ্ছিল না। ডকুমেন্টস আসছিল না। ধরা পড়ছিল না। কারণ কী? তার মধ্যে সর্ষের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে। সবার একটা পেট আছে। সবাই বিক্রি হয়। তার দাম থাকে। কেউ লক্ষে, কেউ কোটিতে, কেউ শ’কোটিতে। সেইভাবে বিক্রি হচ্ছিল। সেটা সরকার বুঝতে পেরেছে। আমি যতদূর শুনেছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে । 

আরও পড়ুন :


'জেলে যেতে ভয় লাগে না’, সুকান্তর ‘হাকিম’-হুঁশিয়ারির জবাব ফিরহাদের


৮ বছর হয়ে গেলেও এখনও সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত শেষ হয়নি। ৮ বছর পেরিয়ে গেলেও এখনও রোজভ্যালিকাণ্ডের তদন্তেরও চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি। ৫ বছর ধরে নারদ কাণ্ডের তদন্ত চলছে। সিবিআই-ইডির একটি করে চার্জশিট জমা পড়েছে। এই প্রেক্ষাপটেই কলকাতায় কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিস্ফোরক দাবি করেন। যদিও এখন দিলীপের সুর অনেক নরম।