কৌশিক গাঁতাইত, কলকাতা: ভোট প্রচারে গিয়ে ব্যস্ত তখন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আচমকাই মাইক্রোফোনে ঘোষণায় শোনা গেল মানিব্যাগ খোয়া গেছে বিখ্যাত এই অভিনেতার। বলাইবাহুল্য কড়ার নিরাপত্তার মাঝখান দিয়ে কীভাবে চোখে ধুলো দিয়ে, কেউ নিয়ে গেল তাঁর মানিব্যাগ !
বিজেপির ভোট প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন চক্রবর্তী
ঝাড়খণ্ডে বিজেপির ভোট প্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন চক্রবর্তী। মঞ্চ থেকে মাইকে মিঠুনের মানিব্যাগ ফেরানোর আবেদন বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের আবেদনেও মানিব্যাগ ফেরত পাননি মিঠুন।জানা গিয়েছে, এদিন তিনি বিজেপির প্রচার মিছিলের মধ্যমণি হয়ে এগোচ্ছিলেন। বলাইবাহুল্য মিছিলে তখন ভিড় উপচে পড়ছে। মিঠুনকে দেখবার জন্য। আর ঠিক এমন সময়েই ঠাহর হল যে তাঁর মানিব্যাগ নেই। খোয়া গিয়েছে। এরপরেই একফোটা সময় নষ্ট না করেই মাইকে একাধিকবার ঘোষণা করা হয়, যে মানিব্যাগ খুইয়েছেন মিঠুন চক্রবর্তী। কেউ পেলে যেনও ফেরৎ দিয়ে দেয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সেই মানিব্যাগের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনার পরেই কর্মসূচি শেষ হওয়ার আগেই মিছিল ছেড়ে বেরিয়ে আসেন। ভোটপ্রচারের দ্বিতীয় দিনেই অঘটনের মুখোমুখি এই বিজেপি নেতা।
একের পর এক অঘটনের মুখোমুখি হচ্ছেন মিঠুন চক্রবর্তী
প্রসঙ্গত, একের পর এক অঘটনের মুখোমুখি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি, ২৭ অক্টোবর EZCC-তে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্য়ের প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন অভিনেতা এবং বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। এরপরেই পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।তাঁকে হুমকি দিয়েছে গ্য়াংস্টার শাহজাদ ভাট্টি। সলমন খানকে খুনের হুমকির ঘটনায় যে লরেন্স বিশ্নোইয়ের নাম জড়িয়েছে, তার ঘনিষ্ঠ বলে পরিচিত এই শাহজাদ। শাহজাদ ভাট্টি ইতিমধ্য়েই বলেছেন, 'বিভিন্ন ধর্মের মানুষ আপনাকে যতটা ভালবাসে, মুসলমানরাও আপনাকে ততটাই সম্মান দিয়েছে। ক্ষমা চেয়ে নিন। সেটাই ভাল হবে। ' যদিও মিঠুন স্পষ্ট জানিয়েছেন, 'আমি ক্ষমা চাইবো না।' তাঁর তিনি কোনও দিন এমন কিছু বলেননি, যাতে হিন্দু ও মুসলিমের মধ্যে সমস্যা তৈরি হয়। তাঁর বক্তব্যের ভূল ব্যাক্ষা দেওয়া হয়েছে মিডিয়াতে, পাল্টা অভিযোগ মিঠুনের।
আরও পড়ুন, 'প্রচুর যোগাযোগ আসছে...সবকিছু যাচাই করে নেব' মেয়েদের বিয়ের বিজ্ঞাপন নিয়ে আর কী বললেন PC সরকার জুনিয়র
সম্প্রতি এক সপ্তাহের মধ্য়ে দু'বার খুনের হুমকি পেয়েছেন সলমন খান। গত সোমবার মুম্বই ট্রাফিক পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল বিশ্লোইয়ের নাম করে। বলা হয়, প্রাণে বাঁচতে চাইলে ক্ষমা চান, না হলে ৫ কোটি টাকা দিতে হবে। কিছুদিন আগে, ছত্তীসগঢ়ের রায়পুর থেকে খুনের হুমকি পেয়েছেন অভিনেতা শাহরুখ খানও। যে কারণে জন্মদিনে মন্নতের বাইরে এসে অনুরাগীদের দেখা দেননি তিনি। কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাংলো। বাড়ানো হয়েছে শাহরুখ খানের নিরাপত্তাও। আর এবার হুমকির পর মানিব্যাগ খোয়া গেল মিঠুন চক্রবর্তীর ! তবে কী এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।