পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার টাকার ছবির সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে পোস্টার দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অসম্মান করার অভিযোগে বিজেপি (BJP) নেতা গ্রেফতার। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সম্পাদক কাজল ভৌমিক গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি নিয়ে বেহালা থানায় (Behala Police Station) অভিযোগ দায়ের হয়েছিল। তারপরেই পোস্টার বিতর্কে গ্রেফতার (Arrest) করা হয় বিজেপি নেতাকে।
শিক্ষক দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)। তাঁরা এই মুহূর্তে রয়েছেন ইডি-র হেফাজতে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। যে ঘটনাক্রম নিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেখানে বলেছিলেন, 'সত্যি কেউ দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক। যদি কেউ অন্যায় করে থাকে, আইন ব্যবস্থা নিক। আমায় কালি ছেটালে মনে রাখবেন, আমার হাতেও আলকাতরা আছে। কোনও চাকরির ক্ষেত্রে একশোটা লোকের মধ্যে কেই কি নিজের লোককে চাকরি দেয় না? ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হল, ২০০ জন কমপ্লেন করল।'
পাশাপাশি উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর ছবি দিয়ে বিজেপি-সিপিএম তাঁকে হেঁয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কেন আমার ছবি দিয়ে টাকার পাহাড় দেখিয়ে, সারা কলকাতায় যে প্রচার ছড়িয়েছে সিপিএম আর বিজেপি, তাদের এত বড় ঔদ্ধত্য, অহঙ্কার, আমি যদি আজ রাজনীতি না করতাম, আমি জিভটা কেটে ফেলতে পারতাম। আমি এখনও জানি না, আদৌ এর মধ্যে কী কী ভূত আছে, কে কে আছে, কারা কারা আছে, কীভাবে হয়েছে। আমি না জেনে কীকরে বলব? বিচারের আগেই, বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল। এটা কীভাবে ট্র্যাপ হয়েছে কিনা, সেটাও তো দেখতে হবে। কখনও কেউ কেউ ট্র্যাপও করে।'
আরও পড়ুন- পার্থকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় মার খেলেন তৃণমূল নেতা! অভিযোগ বিজেপির বিরুদ্ধে