সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্য, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েতে ভোটে (Panchayat Election) অশান্তির চেষ্টা করলে তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের মেরে খাটে তুলে দেওয়ার হুমকি দিলেন বিজেপির (BJP) রাজ্য সহ সভাপতি। গাইঘাটার পথসভা থেকে এলাকার মহিলাদের উদ্দেশে দিলেন হাতে অস্ত্র তুলে নেওয়ার দাওয়াই। ভোটে হারের আভাস পেয়ে হুমকির রাজনীতি (Politics), গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেছে তৃণমূল (TMC)। 



বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা এবার ভোটের দিন হেঁটে হেঁটে বুথে যাবেন কিন্তু খাটে করে আপনাদের বুথ থেকে ফেরত পাঠাব।' অন্যদিকে, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক দিলীপ মুহুরি বলেন, 'হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর শরীর পড়ে থাকবে।' 


কী বলেছেন রাজু বন্দ্যোপাধ্যায়? 


'তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে রাখুন। আপনারা এবার ভোটের দিন হেঁটে হেঁটে বুথে যাবেন কিন্তু খাটে করে আপনাদের বুথ থেকে ফেরত পাঠাব। কোনও দাদা বাবা বাঁচাতে পারবে না। মা বোনদের বলছি, ঠাকুরের অস্ত্র রাখুন, প্রয়োজন হলে প্রতিরোধ গড়বেন। কোনও তৃণমূলের গুন্ডাদের ছেড়ে দেবেন না, যা হবার হবে, আমরা আপনাদের সঙ্গে আছি।' 


শাসক শিবির থেকেও এসেছে পাল্টা জবাব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'বিজেপি ধীরে ধীরে সন্ত্রাসবাদী দলে পরিণত হচ্ছে।'                                                    


শনিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতায় বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথসভা ছিল। সেখানেই এভাবে হুমকি দিতে শোনা গেল রাজ্য বিজেপির সহ সভাপতিকে। এমনকী এলাকার মহিলাদেরকে হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন।


তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদের ভরাডুবি হবে যেন হিংসা সৃষ্টি করবার জন্য এই ধরনের কথা বলছেন বিজেপি নেতৃত্ব । পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতেই পারবে না। আমরা যতদূর সহ্য করতে পারব ততদিন করব । না হলে প্রশাসন এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে।' 


চৈত্রের শেষে প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাংলা। তার সঙ্গে হুমকি-হুঁশিয়ারির রাজনীতিতে ক্রমশই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। 


আরও পড়ুন, মোদিকে দেখে উচ্ছ্বসিত 'দ্য এলিফ্যান্টস হুইস্পারার্স' এর মাহুত দম্পতি! প্রধানমন্ত্রীকে শুঁড়ে আদর রঘুর