নয়া দিল্লি : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abjijan) নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। এবার আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সাংবিধানিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
তিনি বলেন, "যে ব্যক্তি নিজেই বামেদের অত্যাচারের বিরুদ্ধে লড়েছেন, আজ তিনি তার বেশি অত্যাচার বিজেপির উপর করছেন। এটা কি তৃণমূলের অন্দরের সমস্যা ? উত্তরাধিকার-সংঘাত চলছে ? সেখান থেকে নজর ঘোরাতেই কি বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার ?"
মমতাকে হুঁশিয়ারি-
এরপর মমতাকে একহাত নিয়ে হুঁশিয়ারি দেন, "আপনি, আপনার দল বা সরকার যত বিজেপির ওপর অত্যাচার করবেন, বিজেপি তত এগিয়ে যাবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ বন্ধ হবে না। জরুরি অবস্থার পর আপনার পূর্বতন দলের নেত্রী ইন্দিরা গাঁধীর কী অবস্থা হয়েছিল আপনি জানেন। আপনিও সেই দিন দেখেছেন। আমাদের কার্যকর্তাদের ওপর অত্যাচার হলে সব সাংবিধানিক প্রক্রিয়া পালন করা হবে।"
গতকাল হাওড়া থেকে কলকাতা, বিজেপির আন্দোলনে উত্তাল হয় গঙ্গার দু’পাড়। চার ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতের পথে যান বিজেপির কর্মী-সমর্থকরা। আহত হন আন্দোলনকারীরা, রক্ত ঝরে পুলিশেরও। হাওড়ার সাঁতরাগাছি, হাওড়া ময়দান থেকে হাওড়া ব্রিজে ব্যারিকেড করে পুলিশ নবান্নমুখী বিজেপির মিছিল আটকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। আহত হন পুলিশ কর্মীরাও। লালবাজারের অদূরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস....জল কামান....লাঠিচার্জ....নবান্ন অভিযানে বাদ যায়নি কিছুই। অভিযানের শুরুতেই আটকানো হয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। আর শীর্ষ নেতৃত্ব যখন লালবাজারে, তারমধ্যেই রাজপথ দাপালেন গেরুয়া কর্মীরা।
যদিও সূত্রের খবর, দলীয় বৈঠকে নবান্ন অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যখন চাকরি দিচ্ছি, উন্নয়ন করছি, তখন বিজেপি নবান্ন অভিযান করে ধংসাত্মক পথ নিচ্ছে। ওদের অভিযানে লোক হয়নি। সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই। বেলুন ফুটো হয়ে গেছে। এসব ওরা করছে পাবলিসিটির জন্য।
তৃণমূলনেত্রী এই বক্তব্য রাখলেও, ময়দানে বিজেপি নেতৃত্ব। একযোগে রাজ্যকে একহাত নিয়েছেন একাধিক নেতা।
আরও পড়ুন ; 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার