নয়াদিল্লি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) দ্বিতীয় সপ্তাহের প্রথম ম্যাচ ডেতে একাধিক বড় দল একে অপরের মুখোমুখি হয়েছিল। বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এই দিন ফের একবার চ্যাম্পিয়ন্স লিগে মাত দিল বার্সেলোনাকে (Barcelona), হাড্ডাহাড্ডি লড়াই শেষে আয়াক্সকে হারাল লিভারপুল (Liverpool)। তবে স্পোর্টিং লিসবনের কাছে হেরে গেল টটেনহ্যাম হটস্পার, হারতে হল অ্যাটলেটিকো মাদ্রিদকেও।


বায়ার্নের কাছে হারল বার্সা


গ্রুপ 'সি'-তে বায়ার্ন-বার্সা ম্যাচে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন রবার্ট লেওয়ানডস্কি। এ মরসুমেই বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দিয়েছেন লেওয়ানডস্কি। নতুন ক্লাবের হয়ে দারুণ ফর্মেও রয়েছেন তিনি। তবে এদিন আলিয়ান্স আরিনায় তাঁর প্রত্যাবর্তনে খালি হাতেই ফিরতে হল লেওয়ানডস্কিকে। পরাজিত হয়ে ফিরল বার্সাও। প্রথমার্ধে অবশ্য গোল করার ভাল সুযোগ পেয়েছিলেন বটে লেওয়ানডস্কি। তবে সে সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বায়ার্নকে ৫০ মিনিটে এগিয়ে দেন লুকাস হার্নান্ডেজ। তার চার মিনিট পরেই লিরয় সানে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ ২-০ গোলে জিতে নেয় বার্সা। এই গ্রুপেরই আরেক ম্যাচে এডিন জেকো এবং ডেন্জেল ডামফ্রিসের গোলে ইন্টার মিলান ২-০ হারায় ভিক্টোরিয়া প্লেজেনকে। 


জয়ে ফিরল লিভারপুল


অপরদিকে, নাপোলির কাছে হারের পর আয়াক্সের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল লিভারপুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৮৮ মিনিটের গোলে জিতল রেডসরা। এদিন শুরুর দিকে নড়বড়ে দেখালেও ১৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। তবে আয়াক্সকে ম্যাচে ফেরান মহম্মদ কুডুস। ২৭ মিনিটে কুডুসের শট রোখার বিন্দুমাত্র সুযোগও পাননি লিভারপুল গোলকিপার অ্যালিসন। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে লিভারপুল আরও তেড়েফুড়ে আক্রমণ শুরু করে। ঘনঘন লিভারপুল আক্রমণে আয়াক্স চাপে পড়লেও অবশ্য প্রিমিয়ার লিগের ক্লাব গোল করতে পারছিল না। তবে ৮৮ মিনিটে জোয়েল ম্যাটিপ লিভারপুলের হয়ে কর্নার থেকে গোল করেন। ২-১ ম্যাচ জিতে নেয় জুরগেল ক্লপের দল।  


আরেক ইংলিশ দল স্পার্সকে কিন্তু হারতেই হল। স্পার্স অধিনায়ক হুগো লরিস পেদ্রো পরোর শট দারুণভাবে রুখে দেওয়ায় মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে লিসবন দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে জোড়া গোলে জয় ছিনিয়ে নেয়। পাওলিনহো ৯০ মিনিটের গোলে লিসবনকে এগিয়ে দেন। এরপর আর্থুর গোমেজ ৯৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বায়ার লেভারকুসেনও ৮০ মিনিটের পর দুই গোল করে ম্যাচ জেতে। জার্মান দলের হয়ে রবার্ট আন্ড্রিক ৮৪ মিনিট ও মুসা ডিয়াবি ৮৭ মিনিটে দুই গোল করেন। অ্যাটলেটিকো গোল করতে ব্যর্থ হয়। এছাড়া এ দিন মার্সেকে ১-০ হারায় আইনথ্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট। পোর্তোকে ৪-০ হারায় ক্লাব ব্রুজ। 


আরও পড়ুন: এক সপ্তাহ স্থগিত থাকার পর চালু হচ্ছে প্রিমিয়ার লিগ, তবে পিছিয়ে গেল তিন ম্যাচ