কলকাতা : "এই জন্যই কি নোটবন্দির বিরোধিতা ? এই জন্যই কি জিএসটি-র (GST) বিরোধিতা ?" হাওড়ার শিবপুরে (Howrah Shibpur) ব্যবসায়ী (Businessman) শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজ থেকে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলকে একহাত রাজ্য বিজেপির মুখপাত্র (BJP Spokesperson) শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)।


বিপুল টাকার হদিশ-


ফের কোটি কোটি টাকা উদ্ধার। হাওড়ার শিবপুরের বহুতলে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা ও সোনার গয়না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুটি  অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকার হদিশ, এমনই দাবি পুলিশের। 


পুলিশ সূত্রে খবর, কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি সংস্থার অ্যাকাউন্টে অনলাইনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে জানিয়ে শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গার্ডেনরিচকাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৎপর হয় পুলিশ। এরপর গতকালই শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দিয়ে গ্যারাজে রাখা গাড়ির ভিতরে বিপুল পরিমাণ টাকা, গয়না উদ্ধার করে পুলিশ। গাড়িটি ব্যবসায়ীর ভাই অরবিন্দ পাণ্ডের নামে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 


এই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "এভাবে একটা শ্রেণির সম্পদ কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। ইজি মানি, তোলাবাজি, বিভিন্ন অবৈধ ব্যবসা, মানুষের চাকরি বিক্রি করা...এটা তো কোনও দলের বিষয় নয়। এতে শুধুমাত্র বিজেপি, তৃণমূল বা সিপিএম নয়, প্রত্যেক পরিবারের ছেলে, গ্রামীণ অসহায় মানুষগুলি স্তম্ভিত হয়ে যাচ্ছে। ফসলের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না, কিষাণ মাণ্ডি সম্পূর্ণ খালি। মধ্যস্বত্বভোগী এবং ফড়ে দালালরা রাজত্ব করছে। ব্যবসার নামে কী চলেছে। এই জন্যই কি নোটবন্দির বিরোধিতা ? এই জন্যই কি জিএসটি-র বিরোধিতা ? এই জন্য কি নরেন্দ্র মোদির বিরোধিতা ? পশ্চিমবঙ্গের মানুষ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এনেছেন, এবার তাঁরা বিচার করবেন...আমরা কোথা থেকে এসেছি, আর কোথায় যাচ্ছি।" 


প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নীচ থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর থেকে প্রত্যেক দিনই সামনে এসেছে কোনও না কোনও নতুন তথ্য...! তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের জাল ছড়িয়ে বিদেশেও। 


আরও পড়ুন ; এবার হাওড়া, শিবপুরে ব্যবসায়ীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার ২ কোটি টাকা ও সোনার গয়না !