কলকাতা : সারদাকাণ্ডের 'লাল ডায়েরি'র পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Distribution Scam Cae) চর্চায় 'মেরুন ডায়েরি' । জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ (Jyotipriyo Mallick) হাওড়ার অভিজিৎ দাসের বাড়ি থেকে মিলেছে 'মেরুন ডায়েরি', এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ডায়েরির উপরে লেখা 'বালুদা'। ডায়েরির ভিতরে কোটি কোটি টাকার লেনদেনের হিসেব লেখা আছে বলে দাবি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এই পরিস্থিতিতে ইডির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার (Sukanta Majumdar)।


সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে ? কত নিয়েছে ? কবে নিয়েছে ? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালু দা' লেখা মেরুন ডায়েরি ?'


">


তাঁর এই পোস্টের পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। দলের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, 'ভারতীয় হারাধন পার্টির যিনি সভাপতি ! পার্টিটা তো আর বিজেপি পার্টি নেই। পার্টিটা তো দিলীপ ঘোষের কথা অনুযায়ী, এখন হারাধন পার্টি হয়ে গেছে। আর সেই হারাধান পার্টির সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে তো তাঁর দলের সাংসদ সৌমিত্র খাঁ বেশ কিছুদিন আগে বলেছেন, শিক্ষানবীশ এবং অযোগ্য রাজ্য সভাপতি। যে দলটা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে, যে দলটা সারা ভারতজুড়ে দুর্নীতিগ্রস্তদের মাথার পালক পরে নিয়ে ঘুরে বেড়ায়, যে দলের আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে ইডি-সিবিআইয়ের রক্ষাকবচ নিয়ে, কোথাও কোথাও আদালতের একাংশের রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়ায়, যাদের ৩০৩ জন সাংসদের মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস, ৭৮ জন কেন্দ্রীয়মন্ত্রীর মধ্যে ৪২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাঁদের মুখে এই সমস্ত কথা মানায় ?'


বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার ব্যাটরার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই হদিশ মেলে মেরুন ডায়েরির। যার উপরে লেখা ছিল, বালু দা। শুক্রবার আদালতে, ইডির আইনজীবী বিচারককে বলেন, একটি ডায়েরির হদিশ মিলেছে। তাতে যা তথ্য মিলেছে, তা চমকে দেওয়ার মতো। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তখন চিৎকার করতে শুরু করেন যে, কীসের ডায়েরি ? তখন, মোবাইল ফোনে ইডির আইনজীবী একটি মেরুন ডায়েরির ছবি দেখান। যা নিয়ে এখন রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে।