IBPS PO Mains 2023 Admit Card: ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সম্প্রতি আইবিপিএস পিও মেনস- এর অ্যাডমিট কার্ড (IBPS PO Mains 2023 Admit Card) প্রকাশ করেছে। যাঁরা এই পরীক্ষা দিতে চলেছেন তাঁরা আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in- এখানে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। গত ২৬ অক্টোবর এই অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত তা আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে উপলব্ধ থাকবে। 


কবে হবে পরীক্ষা, রইল অন্যান্য খুঁটিনাটি তথ্য


এবছর নভেম্বর মাসেই অনলাইন মেন পরীক্ষা হওয়ার কথা রয়েছে। নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। মোট ২২৫ নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষার্থীদের জন্য। ৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে চলবে এই পরীক্ষা। ভুল উত্তর দিলে থাকবে পেনাল্টি। অর্থাৎ অবজেকটিভ পরীক্ষায় একটি ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর বাদ যাবে। 

কীভাবে ডাউনলোড করবেন আইবিপিএস মেন ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড, জেনে নিন সহজ কয়েকটি পর্যায় 



  • সবার প্রথমে আইবিপিএসের অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে পরীক্ষার্থীদের

  • এরপর হোমপেজে থাকা আইবিপিএস পিও মেনস অ্যাডমিট কার্ড ২০২৩ লিঙ্কে ক্লিক করতে হবে

  • এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে

  • পরের পর্যায়ে সাবমিট অপশনে ক্লিক করলে সামনে স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন

  • এবার ভালভাবে অ্যাডমিট কার্ড দেখে নিয়ে তা ডাউনলোড করে ইতে হবে

  • অন্যান্য কোনও প্রয়োজনের জন্য একটা হার্ড কপি সঙ্গে রেখে দিন অবশ্যই 


মোট ৩০৪৯টি শূন্যপদে প্রবিশনারি অফিসার নিয়োগ করবে আইবিপিএস পিও/এমটি ২০২৩। বিভিন্ন ব্যাঙ্কের আওতায় রয়েছে এই শূন্যপদগুলি। আইবিপিএসের অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে। 


স্টেট ব্যাঙ্কেও নিয়োগ করা হবে প্রবিশনারি অফিসার। মোট ২০০০ শূন্যপদের জন্য নিয়োগ করবে স্টেট ব্যাক অফ ইন্ডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে এসবিআই পিও প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- পাওয়ার গ্রিড কর্পোরেশনে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI