কলকাতা: নবান্ন অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলনে নেমে যারা গ্রেফতার হয়েছেন বা আহত হয়েছেন তাঁদের জন্যও বড় বার্তা দিলেন তিনি। পাশাপাশি শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,  দেখাব বিজেপির নবান্ন অভিযান হলে কী হতে পারে ! তখন এইসব ব্যারিকেড কিছু থাকবে না। পুলিশ গিয়ে নবান্নে আশ্রয় নেবে।' !


এদিন সুকান্ত মজুমদার বলেন, এই আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন। এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্না করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি। সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি শুরু হবে। পুলিশ আমাদের অনুমতি দেয়নি ধর্মতলায় ধর্ণা করার।কোর্টের অনুমতি নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্না চালু করব। এবং মেডিক্যাল হেল্প দেওয়ার জন্য আজকে যে হেল্প লাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বার-কে আমরা পুনরায় চালু করছি। এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যেকোনও ধরণের মেডিক্যাল হেল্প ও লিগাল হেল্প, ছাত্র ও যেসকল পরিবারের লোকেরা বাইরে আছে তাঁদের জন্য.... পুলিশ প্রচুর ছাত্রকে গ্রেফতার করেছে, তাঁদের লিগাল হেল্প দেওয়ার জন্য হেল্প লাইন চালু করা হচ্ছে। পরিবার থেকে ফোন করে আপনারা লিগাল ও মেডিক্যাল সহায়তা চাই পারেন।'তিনি আরও বলেন,  এটাকে গণতন্ত্র বলে ? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আগামীকাল ১২ ঘণ্টার বনধকে সর্বাত্মক বনধে পরিণত করুন।' 


অপরদিকে, সুকান্ত বলেন, তৃণমূল ও বাম সেটিং রাজনীতি করে। বিজেপি সেটিং রাজনীতি করে না। বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে, এরপর মনে হচ্ছে আমরা বাধ্য হয়েই নবান্ন অভিযানের ডাক দেব। দেখাব বিজেপির নবান্ন অভিযান হলে কী হতে পারে ! তখন এইসব ব্যারিকেড কিছু থাকবে না। এবং আজকে যেভাবে পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে আশ্রয় নেবে। 


আরও পড়ুন, জলকামানের জল শেষ, টিয়ার গ্যাসের শেল শেষ, পুলিশকেও অসহায় অবস্থায় ফেলেছেন মমতা: শুভেন্দু


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।