কলকাতা: নবান্ন অভিযান ঘিরে হাওড়া ব্রিজে তুলকালাম। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। ছোড়া হয় জলকামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল চার্জ করা হয়। রীতিমত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এবার নবান্ন অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিক : আপনি বললেন আগামীকাল পুরো স্তব্ধ করে দেব।
শুভেন্দু: কার্যত পুলিশ অসহায়। এবং আজকে ছাত্র সমাজের ডাকে, সাধারণ মানুষের যে ইনভলবমেন্ট, কোনও রাজনৈতিক দলের সরাসরি কোনও উদ্যোগ এবং আহ্বান ছিল না। যেভাবে আমাদের ডাক্তার বোন এবং তৃণমূল সরকারের যে অত্যাচার, তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে, সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম। এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল, বাধা দিলে প্রতিরোধ হবে। কিন্তু আমরা সংযত থাকব। তাঁরা সেই কাজটা করেছেন। কিন্তু পুলিশের উসকানি ছিল। এবং তাঁরা প্রচুর মানুষজনকে মারধর করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকেও অসহায় অবস্থায় ফেলে দিয়েছেন। জলকামানের জল শেষ, টিয়ার গ্যাসের শেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের।
আরও পড়ুন, আহত আইসিকে উদ্ধার করে নিয়ে গেলেন বিক্ষোভকারীরাই ! পৃথক ছবি নবান্ন অভিযানে
আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে 'ছাত্র সমাজে'র নবান্ন অভিযানে ধুন্ধুমার।ঝরল রক্ত। ফাটল মাথা।জ্বলল আগুন।মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ। লাঠিচার্জ করা হল।পাল্টা, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করলেন আন্দোলনকারীরা।আর, এই উত্তপ্ত পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল রাষ্ট্রপতি শাসনের কথা। শুভেন্দু বলেন,'আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দফতর, যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ উত্তেজিত, তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে এই গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে জনগণ নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে, সুশাসন প্রতিষ্ঠা হোক।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।