ঋত্বিক প্রধান, রাজা চট্টোপাধ্যায়, রুমা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে SIR এখনও শুরু হয়নি। তবে তা নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বাগযুদ্ধ। সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে।" পাল্টা তৃণমূল বিধায়ক অখিল গিরি হুমকির সুরে বলেছেন, "বাপের ব্যাটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও দেখব কতবড় ক্ষমতা"। 

Continues below advertisement

আরও পড়ুন, ২৬-র আগেই শুরু ডিজিটাল-ফাইট, মন 'বুঝতে'ফোন ভোটারদের ! 'আপনার ধর্ম কি, কাকে ভোট দিতে চান ?' বিতর্কিত প্রশ্নে হুলস্থুল হালিশহরে

Continues below advertisement

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, 'সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে।' রামনগরের কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, বাপের ব্যাটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও দেখব কতবড় ক্ষমতা। তৃণমূল নেতা  রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এসআইআর রুখব। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তা হলে আগুন জ্বলবে। রক্তগঙ্গা বইয়ে দেব বাংলাজুড়ে।  পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে যে কোনও দিন। তবে তার আগেই শুরু হয়ে গেছে তা নিয়ে রাজনৈতিক হুমকি, পাল্টা হুমকি। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের পর এবার SIR নিয়ে সুর চড়ালেন আরেক তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। গতকাল বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের তৃণমূল বিধায়ক ও প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, কোনও যদি আমাদের, কোনও একটা ভোটার, তালিকা থেকে কোনও একজনকে যদি বের করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। SIR নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকির স্রোত বইতেই, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন, আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে। যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান, ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না, সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে। 

রামনগর তৃণমূল বিধায়ক  অখিল গিরি বলেন, সুকান্ত মজুমদার কী বললেন? SIR-এ বাধা দিলে নাকি গুলি চলবে। বাপের ব্যাটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও দেখব কতবড় ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদারের। গুলি চলবে আমরা দেখতে চাই। এদিকে সূত্রের খবর, SIR নিয়ে বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল। নভেম্বরেই শুরুতেই কলকাতায় বড় সভা করতে পারে শাসক দল। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।  এরইমধ্য়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, SIR-এর সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভো-কাট্টা। বলছে ২ তারিখ থেকে মিছিল করব। করুন মিছিল। আমরাও পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না। ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না। ভোট না হলে ৪ঠা মে ২০২৬ রাত্রি ১২ টার পরেই রাষ্ট্রপতি শাসন হবে। 

 এদিকে রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে হুমকি-হুঁশিয়ারির আবহেই এবার চাঞ্চল্য়কর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট কর়ে তিনি অভিযোগ করেছেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বিজয়া সম্মিলনীতে নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করাচ্ছেন। এরই মধ্য়ে এদিন বিএলওদের জন্য় কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ।