সুতাহাটা: প্রকাশ্য সভা থেকে এ বার পুলিশকে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুলিশকে পায়ে ধরতে বাধ্য করবেন বলেই কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে তৃণমূলকেও (TMVC) হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ইচ্ছাকৃত ভাবে তাঁর ঘনিষ্ঠকে গ্রেফতার করানো হয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু।
প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) সুতাহাটায় (Sutahata) সভা করেন শুভেন্দু। সেখানেই মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, "যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাব। যদি পা না ধরাতে পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।"
তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু আরও বলেন, "এদের সঙ্গে কেউ নেই। পুলিশ বাবা পার করেগা। মিথ্যে মামলায় এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে।"
আরও পড়ুন: Lalgola News: টাকা দিয়েও মেলেনি চাকরি, আত্মহত্যার পথ বেছে নেন যুবক, গ্রেফতার মূল অভিযুক্ত
সুতাহাটার প্রাক্তন কাউন্সিলর তথা ঘনিষ্ঠ সত্যব্রত দাসের গ্রেফতারিতেই শুভেন্দুর গলায় হুঁশিয়ারির সুর বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতির অভিযোগে ১৯ অক্টোবর গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত। পৌরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে।
সিবিআই-কে বাবা বলে পায়ে পড়েছে শুভেন্দু, কটাক্ষ কুণালের
তবে এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারী রাজনৈতিক জোকার। যে ২০২০ সালে বলেছিল, মোদি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, তার পর এক মাসও সময় লাগেনি সেই অবস্থান থেকে সরতে। যার কথা পাল্টায়, যে দল পাল্টায়...আরে শুভেন্দু...সিবিআই-এর এফআইআর-এ তোলাবাজ, ঘুষখোর, চোর হয়ে এখনও বাইরে ঘুরছো! তুমি তো সিবিআই-কে বাবা বলে পায়ে গিয়ে পড়েছো। সঙ্গে কোনও মানুষ নেই। দল বদলে বিজেপি-র থেকে নিরাপত্তা নিয়ে ঘুরে বড় বড় কথা। সিবিআই যখন তৃণমূলের বাড়ি যাবে, তখন ভাল লাগে। আর তোমার লোকেরা ধরা পড়লেই সমাজসেবী হয়ে যায়! তাই তো বলি বিজেপি-টা কি ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে!"
সত্যব্রতর বিরুদ্ধে অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, হলদিয়া পৌরসভা এলাকায় ভুয়ো কাজের নথি দেখিয়ে টাকা তোলা হয়। এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সত্যব্রতকে।