উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা (Sandeshkhali )। বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের।সোমবার স্বরাষ্ট্র দফতরের প্রশ্নের জন্য বরাদ্দ, কেন আসেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু
'সন্দেশখালির সঙ্গে আছি' লেখা টি শার্ট পরে বিধানসভায় বিজেপি বিধায়করা। 'এটা বিধানসভায় চলে না, টি শার্ট খুলে আসুন', বিজেপি বিধায়কদের অনুরোধ অধ্যক্ষর। 'অন্যায় কোনও কথা তো লিখিনি', পাল্টা সওয়াল বিরোধী দলনেতার। আপনি জানেন এটা স্লোগান, স্লোগান লিখে বিধানসভায় আসা যায় না, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)।বিধানসভা থেকে ওয়াক আউটও করেন তাঁরা। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে পরে দাবি করেন শুভেন্দু।
' সন্দেশখালিতে ১৪৪ ধারা ভাঙব না'
প্রতিবাদ-প্রতিরোধের আগুনে জ্বলছে সন্দেশখালি। একদিকে অধরা শেখ শাহজাহান, আরেক দিকে জনরোষের বিস্ফোরণ। এর মধ্যেই আজ জনা পঞ্চাশেক বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন,' সন্দেশখালিতে ১৪৪ ধারা ভাঙব না। আমাদের চারজন মহিলা বিধায়ককে সেখানে যেতে দেওয়ার অনুমতি চাওয়া হবে। কিন্তু রাস্তাতেই যদি আটকে দেওয়া হয় তাহলে প্রতিবাদ জানাব।'
সন্দেশখালিকাণ্ডে ১২ ঘণ্টা বন্ধের ডাক
অপরদিকে, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতারির প্রতিবাদে, আজ সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে সিপিএম। গত বুধবারের ঘটনায় আজ বসিরহাটের SP অফিস-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে সিপিএমের। সন্দেশখালি ২ নম্বর ব্লকেই প্রতিরোধের আগুন জ্বলেছিল। এদিন সেখানেই সিপিএমের ডাকা বন্ধে ভাল সাড়া মিলেছে। দোকানপাট বন্ধ। অটো-টোটোও চলছে না। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক। অন্যদিকে, বন্ধের প্রভাব পড়েনি শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন সন্দেশখালি
১ নম্বর ব্লকে। ধামাখালিতে দোকানপাট খোলা, যান চলাচলও স্বাভাবিক।
আরও পড়ুন, 'মিটিং-র নামে রাত ১২টায় ডাকা হত মেয়েদের..', সন্দেশখালিতে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা
এদিকে আজই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। শেখ শাহজাহানের শাগরেদ ও অন্যতম অভিযুক্ত বেপাত্তা তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে গতকাল কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেফতার হন নিরাপদ সর্দার। দীর্ঘক্ষণ বাঁশদ্রোণী থানায় আটকে রাখার পর দুপুরে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।