পার্থপ্রতিম ঘোষ এবং অনির্বাণ বিশ্বাস, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি (Sandeshkhali ) গেলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা।রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,'মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠায় কথা বলার জন্য আসা'। এদিন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন স্থানীয় মহিলারা।
রাত বারোটায় ডাক পড়ত মিটিং-এর জন্য। মহিলারা না গেলেই বাড়ির সদস্য়দের কপালে জুটত বেধড়ক মার। তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ করছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির এক বাসিন্দা অভিযোগ জানিয়ে বলেন, ভাল ভাল বউ,ঝির, কমবয়সি বউ, ঝির সব নম্বর দিতে হবে। যেতে হবে। কমবয়সি বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে, কাছে গিয়ে থাকতে হবে।
'কে ফোন করত?' সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অপর এক বাসিন্দা বলেন, শিবু হাজরা। শিবু হাজরা নিজে ফোন করবে। ওর শাগরেদগুলোকে দিয়েও মাঝেমাঝে ফোন করাত। কী কাজ রাত ১২টার সময়? রাত ১২টার সময় কীসের কাজ শিবু হাজরার? সন্দেশখালিতে শিবু-উত্তমদের 'রাতের মিটিং'? বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। সন্দেশখালির বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, নারীদের উপরে অত্য়াচার করত। মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ।
নির্যাতিতাদের অভিযোগ, শিবু হাজরা নিজে ফোন করবে। ওর শাগরেদগুলোকে দিয়েও মাঝেমাঝে ফোন করাত। আমাকে যখন না পাবে, আমার বাবাকে ফোন করবে, আমার হাজব্যান্ডকে ফোন করবে। বলবে, কী রে? তোর বউকে ফোন করছি ধরছে না? মানে এগুলো কতবড় হুমকি চিন্তা করুন। ফোন করার পরে যখন বলবে, তখন বলবে, আমি দাদা বাইরে আছি, তখন আমার বাড়ির আশেপাশের লোকদেরকে ফোন করবে। করে নিয়ে বলবে কি এক্ষুনি আয়, এখানে আসতে হবে। আমরা এমনি মিথ্য়ে বলব, ফোনের কললিস্ট তো মিথ্য়ে বলবে না। ১২টার পর কীসের ফোন করা? একটা মহিলাকে ১২টার পরে কীসের ফোন করা? নিশ্চয়ই তার কু মতলব ছিল। আমি যাইনি।'
আরও পড়ুন, সাতসকালে দিলীপের নিশানায় দেব-র 'ঘাটাল মাস্টার প্ল্যান', বললেন..
তিনি অভিযোগ জানিয়ে আরও বলেন,' সামনে থেকে যদি যাই, বলবে, কীরে তোকে ফোন করেছিলাম, শুনিসনা? গেলাম, গিয়ে বসিয়ে রাখবে। লোকজন চলে যাবে আমাদের বসিয়ে রাখবে। ছাড়বে না। সবার সামনে বসে উল্টোপাল্টা বলবে, যদি তুমি রাজি হলে, না হলে তোমার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেব। তোমার স্বামীর চাকরি নিয়ে নেব।' প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত এই ক্ষোভেরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে? বৃহস্পতিবারই, তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধর অভিযোগ দায়ের করেন মহিলারা।