কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাতের পালা শুরু বলে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে পাশে নিয়েই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু।(Suvendu Adhikari)


বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে BJP-তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, সদ্য BJP-তে যোগদানকারী কৌস্তভ বাগচির উপস্থিতিতে তাঁকে দলে স্বাগত জানানো হয়। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। (Abhijit Ganguly Joins BJP)


সেখানেই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু বলেন, "রাজ্যের সাধারণ মানুষকে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে শেখানো ব্যক্তি, আপসহীন সংগ্রামী মানসিকতা নিয়ে সর্বস্তরের যুবকদের জন্য তাঁর সরব কণ্ঠ শোনা গিয়েছে। নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। অগাস্ট মাসে অবসরগ্রহণের কথা ছিল। তার আগে মোদিজির আদর্শে  অনুপ্রাণিত হয়ে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন। ওঁকে স্বাগত জানাই।"


আরও পড়ুন: Abhijit Ganguly: তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়


অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত ঘিরেও কাটাছেঁড়া চলছে। তবে শুভেন্দুর বক্তব্য, "বাংলার রাজনীতিতে এমন মানুষের প্রয়োজনীয়তা ছিল। বিচারপতি হিসেবে অকুতোভয় চিত্তে কাজ করে গিয়েছেন তিনি, নানা ভাবে আক্রমণের পরও নিজের কাজ কর্ম চালিয়ে গিয়েছেন। কিন্তু কয়েক মাস আগে তাঁর কাজ করার সুযোগ কার্যত কেড়ে নেওয়া হয়। তাই লড়াইয়ের বৃহত্তর ক্ষেত্র খুঁজে নিয়েছেন তিনি। অমিত শাহ ওঁকে আশীর্বাদ করেছেন। মোদিজির পরিবারে, মোদিজির দলে আজ সদস্য হিসেবে যোগ দিচ্ছেন উনি। বাংলার পরিবারতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত, তোষণবাদী পিসি-ভাইপোর সরকারকে উৎখাত করতে লোকসভা নির্বাচন থেকে আসল পরিবর্তনের ডঙ্কা বাজবে এবার।"


তৃণমূল দলটিকে এবং তাদের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে BJP-কে ক্ষমতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা যদিও এখনও পর্যন্ত খোলসা হয়নি। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করবেন তিনি। যে দায়িত্ব দেওয়া হবে, নিষ্ঠা ভরে পালন করবেন তিনি।