কলকাতা: তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলে একদিকে মালিকপক্ষ এবং অন্য দিকে কর্মচারীরা রয়েছেন বলে দাবি করলেন তিনি। শুধু তাই নয়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতারা কম বয়সি একজনের পায়ে হাত দিয়ে নমস্কার করেন, তাঁকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান বলেও দাবি করলেন। (TMC)


তৃণমূলের ভার্চুয়াল বৈঠক নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু


কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযান নিয়ে এই মুহূর্তে চরম ব্যস্ততা তৃণমূলের অন্দরে। তার আগে সাংসদ, নেতা-মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেই কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি তিনি। 


তৃণমূলের বৈঠক নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু বলেন, "কর্মচারীরা মালিকপক্ষের সঙ্গে বৈঠক করবেন, তাতে আমার কী? ওটা কোনও রাজনৈতিক দলই নয়। আমি ভিতরে থেকে দেখেছি। সব ল্যাম্প পোস্ট, খালি হ্যাঁ দিদি, না দিদি বলে চলেন। ৬৫-৭০ বছরের বৃদ্ধ নেতারা ওই ৩৩-৩৪ বছরের ছেলের পায়ে হাত গিয়ে নমস্কার করেন। ঢুকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সুদীপ, সৌগতপা। এটা কোনও রাজনৈতিক দল নাকি!"


আরও পড়ুন: Suvendu Adhikari: ফেব্রুয়ারির শেষেই লোকসভা নির্বাচন! দাবি শুভেন্দুর, আগেই আশঙ্কা প্রকাশ করেন মমতা


নিয়োগ দুর্নীতি নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের অসন্তোষ বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইডি-কে। এই অবস্থায় ইডি-র রিপোর্টকে সন্তোষজনক না বললেও, কেন্দ্রীয় সংস্থার পাশেই দাঁড়ালেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "ইডি-কে আর মিথিলেশ মিশ্র কোনও ভূমিকাকে সামনে রেখে, ইডি-র গরিমা ও উচ্চতাকে নীচে নামিয়ে দেওয়ার কারণ নেই বলে মনে করি আমি।"


নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে ইডি, পাশে দাঁড়ালেন শুভেন্দু


নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে সোমবার হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। এমনকি ইডি-র তদন্তকারী আধিকারিকদের প্রশিক্ষণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি। শুক্রবার এই মামলায় ED-র তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়া হয়। ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অধীনস্থ। নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের অসন্তোষ এখন কেন্দ্রীয় এজেন্সি ইডি-কে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেই আবহেই মুখ খুললেন শুভেন্দু।