হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) স্কোয়াশে (Squash) সোনালি চমক ভারতের। এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) জুটি পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা হল। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জিতল ভারত। 


 






চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রথম ম্যাচে মহেশের বিরুদ্ধে পাকিস্তানের ইকবাল দুরন্তভাবে শুরুটা করেছিলেন। ৫-১ এগিয়ে যান তিনি। তবে মহেশ হার মানেননি। কামব্যাক করার চেষ্টা করেন তিনি। তবে ৮-১১তে প্রথম গেম জিতে নেন পাক তারকাই। তবে পরের দুই গেমে কার্যত প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মহেশ ৩-১১, ২-১১ স্কোরে পরের দুই গেম ও ম্যাচ হারেন তিনি। টাইয়ে পিছিয়ে পড়ে ভারত।


তবে ভারতকে টাইয়ে সমতায় ফেরান অভিজ্ঞ স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল। মহম্মদ আসিম খানকে স্ট্রেট গেমে হারান তিনি। সৌরভ ও আসিমের ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে ১১-৫, ১১-১, ১১-৩। সৌরভের জয়ের ফলে অভয় সিংহ ও নুর জামানের ম্যাচটি পদক নির্ণায়ক ম্যাচ হয়ে দাঁড়ায়। শুরুতেই তিন পয়েন্টের লিড নিয়ে নেন অভয়। প্রথম গেমে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে দ্বিতীয় গেমে দুই অ্যাথলিটের দুরন্ত দক্ষতা আরও বেশি করে সকলের সামনে প্রকাশ পায়।


দুই পাশের দেওয়ালগুলিকে দারুণভাবে কাজে লাগান পাক তারকা। অভয়ের অ্যাথলেটিসিজ়ম তাঁকে গেম জেতানোর জন্য যথেষ্ট ছিল না। দুই তারকাই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যান। পদক নির্ণায়ক ম্যাচ গড়ায় পঞ্চম গেমে। সেই গেমের শুরুতেই দুই পয়েন্ট নিয়ে এগিয়ে যান অভয়। দুই তারকাই একাধিক দুরন্ত শট খেলেন। তবে শেষমেশ জামানের বড় আনফোর্সড এররই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। জামান দুই দুইবার গোল্ড মেডেল পয়েন্ট জেতার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষে ১২-১০ স্কোরলাইনে ম্যাচ জিতে নেন ২৫ বছর বয়সি অভয়। ভারতের সোনা জয় নিশ্চিত হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন বাটলার? কী বললেন ইংল্য়ান্ড অধিনায়ক?