কলকাতা: ইনসাফ যাত্রার সাফল্যের রেশ ধরে কলকাতায় বড় সমাবেশ। রবিবার কলকাতার ব্রিগেডে সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সেই নিয়ে সকাল থেকে পারদ যখন চড়ছে একটু একটু করে, সেই সময় এই সমাবেশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বামেদের কোনও অস্তিত্ব নেই বলে মন্তব্য করলেন তিনি। তৃণমূলকে নিয়ে তাদের অবস্থনে প্রশ্ন রয়েছে বলেও দাবি করলেন। (DYFI Brigade Rally)
লোকসভা নির্বাচনের আগে DYFI-এর হাত ধরে কলকাতায় প্রথম ব্রিগেড সমাবেশ। সেই নিয়ে উত্তেজনার মধ্যেই বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন।"
লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে শামিল বাম-তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। লাগাতার চাঁচাছোলা ভাষায় জোড়াফুল শিবিরকে আক্রমণ করে চলেছে। সেই নিয়েও এদিন বামেদের কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "দিল্লিতে পিসি-ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর! এই দু'রকম কথা বলে এঁদের কে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় দোস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।"
৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার লোকসভা নির্বাচনের আগে আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে সিপিএম-এর যুব সংগঠন DYFI. এর আগে, ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পদযাত্রা করেছেন DYFI-এর নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা, যাতে নেতৃত্ব দেন মীনাক্ষী। সেই যাত্রা বিপুল সাড়া পেয়েছিল জেলাস্তরে। তাই হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের আগে রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম নেতৃত্ব।
DYFI-এর ডাকে আজ ইনসাফ ব্রিগেড। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী সাতটি মিছিল বেরোবে। মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষরা মিছিলে নেতৃত্ব দেবেন। সেই আবহেই মীনাক্ষী এবং বামেদের নিশানা করলেন শুভেন্দু। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। এবার তাঁকে সামনে রেখেই ব্রিগেডে নামছে বামেরা।