কলকাতা: স্নাতক, স্নাতকোত্তর পাশ করেও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না বলে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন (Unemployment)। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) এমন মন্তব্যে শনিবার থেকেই কাটাছেঁড়া চলছে। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে এ বার রাজ্যকে একহাত নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা ভয়াবহ।"


তৃণমূলকে টুইটারে নিশানা তথাগতর


রবিবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করেন তথাগত। তিনি লেখেন, 'তৃণমূলের খুম কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সৎ। মাধ্যমিকে ৮৬ শতাংশ পাশ দেখে উনি বলেছেন, এই ১২ লক্ষ ছেলেমেয়েও শিক্ষিত বেকারদের তালিকায় শামিল হল। পশ্চিমবঙ্গে বেকারত্বের ভয়াবহ পরিস্থিতি তাঁর এই মন্তব্যই প্রতিফলিত।'


তথাগতর মন্তব্যকে যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "যে ব্যক্তি নিজের দল সম্পর্কে কামিনা-কাঞ্চন মন্তব্য করেন, অর্থাৎ টাকা এবং মহিলা দিয়ে দল চলছে বলেন, নিজে কাচের ঘরে বসে অহেতুক অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয় তাঁর। নরেন্দ্র মোদি তো বলেছিলেন, বছরে ২ কোটি করে চাকরি তৈরি করবেন। ২০১৪-থেকে ২০২২, গত আট বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কক্ষা ছিল সে ক্ষেত্রে। কিন্তু আপনার পাড়ার কেউ কেন্দ্রের চাকরি পেয়েছেন বলে দেখান দেখি!"



শোভনদেবের মন্তব্য প্রসঙ্গে কুণালের দাবি, শোভনদেবের বক্তৃতার একটি অংশ তুলে বিরোধীরা সেটিকে বিকৃত করছে। শোভনদেব আসলে বলতে চেয়েছিলেন, আজকের দিনে মূলস্রোতের শিক্ষার পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ থাকা জরুরি। মেইনস্ট্রিম পড়ে আজকাল চাকরির সম্ভাবনা খুব কম। 


শনিবার একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শোভনদেবকে বলতে শোনা যায়, "আজকের দিনে  ১২ লক্ষ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পাস করেছে কত? ৮৬% পাস করেছে।  সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এর পর হায়ার সেকেন্ডারি, তারপর গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পলিটেকনিক। এত ছেলে তৈরি হচ্ছে প্রতিদিন। কিন্তু, তারা ঘুরে বেড়াচ্ছে।"


আরও  পড়ুন: Sovandeb Chatterjee: 'গ্র্যাজুয়েশন, এমএ পাস করে বেকার ঘুরছে, কী করলে চাকরি মিলবে'? প্রশ্ন খোদ কৃষিমন্ত্রী শোভনদেবের


এখানেই শেষ নয়। এ নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন শোভনদেব। তাঁর কথায়, "প্রতিদিন সকালে যখন মিট করি পাবলিককে, ১০টা লোক এলে, মিনিমাম ৫ জন আসে চাকরির জন্য, মিনিমাম। আরও বেশিও আসে কোনও কোনওদিন, চাকরির জন্য আসে। তাদের জিজ্ঞাসা করলে বলে কী করেছ? গ্র্যাজুয়েশন। আমি বলি, কাজ নেই? MA পাস করেছ, কাজ নেই? শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। শুধু MA  পাস করে, কোনও চাকরি পাওয়া যাচ্ছে না।" 


শোভনদেবের মন্তব্যে বিতর্ক


রাজ্যের মন্ত্রীর মুখে এ হেন মন্তব্য শোনার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বঙ্গের কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তোলা অভিযোগেই মান্যতা দিলেন শোভনদেব! এ ব্যাপারে  একমত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, "আক্ষেপের কথা, আমরা যা বলছি সেটা সত্য। ইনফোসিস কর্তা বলছেন, আজকের পশ্চিমবঙ্গের অতীতের ছায়া মাত্র। শোভনদেবে বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু ওঁর পাশে দাড়ালে ওঁর চাকরি থাকবে না।"