কলকাতা : নবরূপে কাশী ( Kashi ) বিশ্বনাথ ধামের উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতারা। 


নবরূপে কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বিজেপি (BJP) নেতারা। কলকাতার নিমতলা এলাকায় ভূতনাথ মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

বর্ধমানে ১০৮ শিবের মন্দিরে পুজো দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কোচবিহারের গোয়ালাপট্টি এলাকায় প্রাচীন শিব (Shiv) মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ও জেলা সভানেত্রী মালতী রাভা রায়। 

আরও পড়ুন : 


' কাশী পৃথিবীর কোনও অংশ নয়, এটিকে শিব ত্রিশূলে ধারণ করে রেখেছেন' পড়ুন বারাণসী নিয়ে নানা কিংবদন্তী


আজ নবরূপে কাশী-বিশ্বনাথ ধাম। বদলে যা


" >ওয়া কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্স আজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী।   প্রথমেই কাল ভৈরব মন্দিরে দর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে কাল ভৈরব দর্শন করে পুজো দিয়ে আরতি করেন মোদি। 



এরপর প্রধানমন্ত্রী যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। প্রথমে অলকানন্দা ক্রুজে ললিতা ঘাটে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রী সফর উপলক্ষে পুরো এলাকাটি ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী।  ললিতা ঘাটে নেমে গেরুয়াবস্ত্র পরে গঙ্গা স্নান এবং গঙ্গা পূজা করেন প্রধানমন্ত্রী। তারপর এখান থেকেই তিনি পায়ে হেঁটে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। 


এরপর গোটা মন্দির চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে আরতি দেখবেন প্রধানমন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্র বারাণসীতে এসে কেবল কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনই নয়, নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।