কলকাতা: 'পরাণ দাকে স্যালুট'! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিভার র‍্যাফ্টিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা দেব (Dev)। আসছে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Badyopadhyay), দেব অভিনীত ছবি 'টনিক' (Tonic)। ট্রেলারেই স্পষ্ট, একাধিক দুঃসাহসিক কাজ করেছেন ছবির কলাকুশলীরা। রিভার র‍্যাফ্টিং তার মধ্যে অন্যতম। 


ছবি মুক্তির আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেতা দেব। ক্যাপশনে লিখলেন রিভার র‍্যাফ্টিং শ্যুট শুরু হওয়ার আগের ভিডিও। ''টনিক' ছবি তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি যে কঠোর পরিশ্রম করেছেন তা কেউ কল্পনাও করতে পারবেন না। আপনাকে স্যালুট পরাণ দা। র‍্যাফ্টিং সিক্য়োয়েন্স শ্যুট করার কয়েক সেকেন্ড আগে করা এই ভিডিও। র‍্যাফ্টিং শেষের ভিডিও পরে শেয়ার করব। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'টনিক'।'


ভিডিওয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে শোনা গেল দেবকে। তাঁকে বলতে শোনা যায়, 'আমরা এখন র‍্যাফ্টিং সিক্য়োয়েন্স করব। আমার সঙ্গে আছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, পরাণ বন্দ্যোপাধ্যায়।' এরপর তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন যে তিনি প্রথমবার র‍্যাফ্টিং করছেন কি না। উত্তরে তিনি জানান, 'হ্যাঁ। আমি বেশ উত্তেজিত।' 


 






কিন্তু প্রথমবার ওয়াটার র‍্যাফ্টিং করতে গিয়ে কি ভয় পেয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়? উত্তরে বর্ষীয়াণ অভিনেতার সপাট উত্তর, 'ভয় পেলেই ভয় লাগবে'।


আরও পড়ুন: Miss Universe 2021: 'মিস ইউনিভার্স'-এর মঞ্চে ভারতীয় তনয়া, খেতাব জিতলেন পঞ্জাবের হরনাজ সান্ধু


দেবের কথায়, তাঁদের এই র‍্যাফ্টিং সিক্য়োয়েন্সের গোটা টিমের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণ দা। তাঁরা প্রথমে চিন্তায় ছিলেন যে এই সিক্যোয়েন্স করতে আদৌ রাজি হবেন কি না পরাণ দা। তবে সকলকে তাক লাগিয়ে এক কথায় রাজি হয়ে যান তিনি। দর্শক ও অনুরাগীদের তাঁর এই কঠিন পরিশ্রমকে ধন্যবাদ জানাতে অনুরোধ করেন দেব। অভিনেতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। দর্শক যে অতি উৎসাহে অপেক্ষা করছেন এই ছবির জন্য তা বেশ স্পষ্ট এই ভিডিওর কমেন্ট থেকেই।