প্রসূন চক্রবর্তী, সন্দীপ সমাদ্দার ও বিটন চক্রবর্তী, বাঁকুড়া: আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে (Awas Yojana)। বাঁকুড়ার বড়জোড়া (Bankura News)গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়ে  তালা ঝুলিয়ে দিল বিজেপি (BJP)। অন্যদিকে, পুরুলিয়ার আঢ়ষা ব্লকের হেশলায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুরু রাজনৈতিক তরজা।


আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ


সময় যত গড়াচ্ছে, ততই জমছে অভিযোগের পাহাড়। আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হল বিজেপি। বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল গেরুয়া শিবির। অন্যদিকে, পুরুলিয়ায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস মোড় থেকে মিছিল করে বিজেপি। মিছিল করে বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েত অফিসে।


আরও পড়ুন: Covid19: একাধিক দেশে ফের কোভিডের বাড়বাড়ন্ত, আগামীকাল জরুরি বৈঠক স্বাস্থ্যমন্ত্রকের


বিজেপি নেতা বিল্বেশ্বর সিংহ বলেন, "আবাস যোজনার তালিকা ধরে সমীক্ষার ক্ষেত্রেও স্বজনপোষণ করছে রাজ্যের শাসক দল।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অন্য দিকে, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস-দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়ার আঢ়ষায় রাজ্য সড়ক অবরোধ করলেন ঝুঁঝকাগ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা বঞ্চিত হয়েছেন।


বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস-দুর্নীতির অভিযোগ তুলে পুরুলিয়ার আঢ়ষায় রাজ্য সড়ক অবরোধ

অবরোধের জেরে আটকে পড়ে পর্যটক বোঝাই বাস, হাসপাতালে যাওয়া নার্সদের গাড়ি। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন আঢ়ষা ব্লকের জয়েন্ট বিডিও। কথা বলেন, অবরোধকারীদের সঙ্গে। কিন্তু বরফ গলেনি। শেষ মেশ, বিডিওর আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে।


আঢ়ষার বিডিও শঙ্খ ঘোষ বলেন, "এই মুহূর্তে একটি সার্ভের কাজ চলছে, এখনই তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না, ঊর্ধ্বতম আধিকারিকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।" ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিযোগ, এতদিন অপেক্ষার পরেও নাম ওঠেনি তালিকায়।  কবে উঠবে নাম, কবে মিলবে বাড়ি? অপেক্ষায় সাধারণ মানুষ।


শাসকদলের গোষ্ঠীকোন্দলে সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনীতি


এ দিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের গোষ্ঠীকোন্দলে সরগরম মুর্শিদাবাদ জেলার রাজনীতি। প্রকাশ্যে সভা করে বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য থেকে একাধিক অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল নেতাদের একাংশ। সভাতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই পঞ্চায়েত নির্বাচনে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ থেকে শুরু করে নতুন তৃণমূল গড়ার ডাক, অভিযোগের লিস্টে বাদ গেল না কিছুই।